নয়াদিল্লি: দিন কয়েক ধরেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় নানাভাবে প্রচার করা হচ্ছিল। ১৯ মার্চ, অ্যামাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Videos) তরফে বিশেষ ঘোষণার আভাস মিলেছিল আগেই। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার দুপুরের দিকে শুরু হয় প্রাইম ভিডিওর বিশেষ অনুষ্ঠান। সেখানে ঘোষণা করা হল একাধিক নতুন অনুষ্ঠানের নাম। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে একাধিক সফল সিরিজের নয়া সিজনের কথাও। একাধিক নতুন শোয়ে দেখা যাবে বরুণ ধবন (Varun Dhawan), অনন্যা পাণ্ডে (Ananya Panday), রানা ডগ্গুবতি (Rana Daggubati), সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) মতো তারকাদের। প্রসঙ্গত, এদিন তাদের সবচেয়ে লম্বা স্লেট ঘোষণা করা হয়েছে।
প্রাইম ভিডিওর তরফে ঘোষিত শোয়ের সম্পূর্ণ তালিকা
'ফলআউট''সিটাডেল: হানি বানি' (হিন্দি)'গুলকান্দা টেলস' (হিন্দি)'মটকা কিং' (হিন্দি)'দুপহিয়া' (হিন্দি)'ইনস্পেক্টর ঋষি' (তামিল)'স্নেকস অ্যান্ড ল্যাডারস' (তামিল)'দ্য রানা কানেকশন' (তেলুগু)'গ্যাংস কুরুথি পুনাল' (তামিল)'রঙ্গীন' (হিন্দি)'দ্য গ্রেট ইন্ডিয়ান কোড' (হিন্দি)'খওফ' (হিন্দি)'আরাবিয়া কাদালি' (তেলুগু)'দ্য রেভোলিউশনারিস' (হিন্দি)'দলদল' (হিন্দি)'অন্ধেরা' (হিন্দি)'ইন ট্রানসিট' (হিন্দি)'ডেয়ারিং পার্টনার্স' (হিন্দি)'কল মি বেই' (হিন্দি)'দ্য ট্রাইব' (হিন্দি)'ফলো কর লো ইয়ার' (হিন্দি)'দিল দোস্তি ডিলেমা' (হিন্দি)'ব্যান্ডওয়ালে' (হিন্দি)'জিদ্দি গার্লস' (হিন্দি)'ওয়াক গার্লস' (হিন্দি)'মা কসুম' (হিন্দি)'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' (হিন্দি)'সুপারমেন অফ মালেগাঁও' (হিন্দি)'চিকাতি লো' (তেলুগু)'উপ্পু কাপ্পু রম্বু' (তেলুগু)'বি হ্যাপি' (হিন্দি)'দ্য মেহতা বয়েজ' (হিন্দি)'ছোরি ২' (হিন্দি)'সুবেদার' (হিন্দি)'কান্তারা - এ লেজেন্ড চ্যাপ্টার ১' (কন্নড়)'চন্দু চ্যাম্পিয়ন' (হিন্দি)'সনকি' (হিন্দি)'হাউজফুল ৫' (হিন্দি)'বাঘি ৪' (হিন্দি)সুজিত সরকারের পরবর্তী প্রজেক্ট (হিন্দি)'হরি হরা বীরা মাল্লু' (তেলুগু)'কাঙ্গুভা' (তামিল)'ওয়া ওয়াথিয়ার' (তামিল)'স্ত্রী ২' (হিন্দি)'ইক্কিস' (হিন্দি)'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' (হিন্দি)'অশ্বত্থামা - দ্য সাগা কন্টিনিউস' (হিন্দি)'উস্তাদ ভগৎ সিংহ' (তেলুগু)'থাম্মুডু' (তেলুগু)'গেম চেঞ্জার' (তেলুগু)'ফ্যামিলি স্টার' (তেলুগু)'সিঙ্ঘম এগেন' (হিন্দি)'ওম ভীম বুশ' (তেলুগু)'ঘাতি' (তেলুগু)'উইমেন অফ মাই বিলিয়ন' (হিন্দি)'যোদ্ধা' (হিন্দি)'ব্যাড নিউজ' (হিন্দি)'ইউধরা' (হিন্দি)'গ্রাউন্ড জিরো' (হিন্দি)'অগ্নি' (হিন্দি)'ম্যাডগাওঁ এক্সপ্রেস' (হিন্দি)'ডন ৩' (হিন্দি)'পাতাল লোক সিজন ২' (হিন্দি)'বন্দিশ ব্যান্ডিটস সিজন ২' (হিন্দি)'সুঝল - দ্য ভোর্টেক্স সিজন ২' (তামিল)'পঞ্চায়েত সিজন ৩' (হিন্দি)'থালাইভেট্টিয়ান পালায়ম' ('পঞ্চায়েত' তামিল)'সিভারাপল্লী' ('পঞ্চায়েত' তেলুগু) 'মির্জাপুর সিজন ৩' (হিন্দি)
এই তালিকায় রয়েছে একাধিক সিনেমার নাম যেগুলি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতে আসবে। রয়েছে একাধিক পুরনো সফল সিরিজের আগামী সিজনের ঘোষণা। রয়েছে একগুচ্ছ নতুন সিরিজ ও শোয়ের উল্লেখও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।