নয়াদিল্লি: 'সুলতান'-এ তাঁর 'ফেবারিট আঙ্কেল'-এর অভিনয়ে ভীষণই খুশি 'বজরঙ্গী ভাইজান'-এর মুন্নি ওরফে হর্ষালি মালহোত্র।

'বজরঙ্গী ভাইজান'-এ সলমন খানের সঙ্গে অভিনয় করেছিলেন হর্ষালি। তখন থেকে সলমন তাঁর ভীষণ প্রিয়। প্রিয় আঙ্কেলের নতুন ছবি 'সুলতান' দেখতেও তাই বেশি দেরি করেনি হর্ষালি।

সুলতান দেখে নিজের প্রতিক্রিয়া টুইটারে জানিয়েছেন হর্ষালি। ছোট্ট মুন্নি লেখেন, অনস্ক্রিন সলমনকে কাঁদতে দেখলে তাঁরও খুব কষ্ট হয়। ফাইটিং-এর দৃশ্যে সলমনকে আঘাত পেতে দেখে কেঁদে ফেলেছে সে। গোটা সিনেমাটাই উপভোগ করেছে হর্ষালি। আরও ভালো লেগেছে কারণ, শেষে তার সলমন আঙ্কেলেরই জয় হয়েছে।