মুম্বই:  আগামী ২৩ ফেব্রুয়ারি শ্রী শ্রী রবিশঙ্করের আন্তর্জাতিক মহিলা কনফারেন্সে যোগ দেবেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সেখানেই রানি জীবন সংক্রান্ত নানা সমস্যার কথা সকলের সঙ্গে আলোচনা করবেন, এবং কীভাবে সেটা অতিক্রম করা যায়, সেবিষয় পরামর্শও দেবেন।

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারিই রানির পরবর্তী ছবি ‘হিচকি’র মুক্তির দিন স্থির হয়েছিল। কিন্তু পরে বিভিন্ন কারণ দেখিয়ে সেই তারিখ পিছিয়ে ২৩ মার্চ, ২০১৮ করা হয়। সেই ছবির প্রচারের অঙ্গ হিসেবেই শ্রী শ্রী রবিশঙ্করের সম্মেলনে যোগ দেবেন রানি, আলোচনা করবেন জীবন নিয়ে। ‘হিচকি’ ছবিতেও রানির চরিত্রটি একটি স্নায়ুজনিত রোগে আক্রান্ত। এধরনের রোগীদের জীবনে চলার পথ কী ধরনের বাধার সম্মুখীন হতে হয়, কীভাবে সেটা অতিক্রম করা যায়, সেই নিয়েই চিত্রনাট্য বুনোট বেঁধেছে।

আর রবিশঙ্কর প্রসাদ, তিনিও ইতিবাচক ভাবনারই প্রচার করেন। তাই রবিশঙ্করের সম্মেলনের মাধ্যমে ইতিবাচক বার্তা দিয়ে মানুষকে জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন রানি।