মুম্বই: বিয়ের পর এটাই প্রথম দীপাবলি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের। তাঁরা কীভাবে এই উৎসব পালনের পরিকল্পনা করছেন? একটি সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের জবাবে দীপিকা জানিয়েছেন, ‘আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দিই। দীপাবলির সময়ও বাবা-মা, বোনের সঙ্গে থাকব। এছাড়া বিশেষ কোনও পরিকল্পনা নেই।’
রণবীরের পোশাকের বিষয়ে এক প্রশ্নের জবাবে দীপিকা জানিয়েছেন, ‘ও যখন আমার বাবা-মায়ের সঙ্গে থাকে, তখন পছন্দমতো পোশাক পরতে পারে। কিন্তু ও যদি পাড়ুকোন পরিবারের কোনও অনুষ্ঠানে হাজির হয়, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। সেই পোশাক হল কালো প্যান্ট, নীল রঙের জিন্স, সাদা শার্ট, গোল গলা টি-শার্ট।’
বিয়ের পর প্রথম দীপাবলি কীভাবে কাটাতে চান দীপিকা-রণবীর? জেনে নিন
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2019 07:10 PM (IST)
একটি সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের জবাবে দীপিকা জানিয়েছেন, আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দিই।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -