মুম্বই: বিয়ের পর এটাই প্রথম দীপাবলি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের। তাঁরা কীভাবে এই উৎসব পালনের পরিকল্পনা করছেন? একটি সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের জবাবে দীপিকা জানিয়েছেন, ‘আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দিই। দীপাবলির সময়ও বাবা-মা, বোনের সঙ্গে থাকব। এছাড়া বিশেষ কোনও পরিকল্পনা নেই।’


রণবীরের পোশাকের বিষয়ে এক প্রশ্নের জবাবে দীপিকা জানিয়েছেন, ‘ও যখন আমার বাবা-মায়ের সঙ্গে থাকে, তখন পছন্দমতো পোশাক পরতে পারে। কিন্তু ও যদি পাড়ুকোন পরিবারের কোনও অনুষ্ঠানে হাজির হয়, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। সেই পোশাক হল কালো প্যান্ট, নীল রঙের জিন্স, সাদা শার্ট, গোল গলা টি-শার্ট।’