মুম্বই: পনেরো দিন কেটে গেল মৃত্যু হয়েছে শ্রীদেবীর। তাঁর মৃত্যুতে কেঁদেছে গোটা দেশ, তাঁর প্রিয়জন। কপূরের পরিবারের সদস্যরা কতটা শোকাহত তা একাধিকবার জাহ্নবী, বনি, অনশুলা, অর্জুন, সঞ্জয়, সোনাম সহ পরিবারের একাধিক সদস্যের পোস্টে বোঝা গিয়েছে। সেখানে খুব অদ্ভূতভাবেই নীরব থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীর বাপেরবাড়ির পরিবারের লোকজনকে।
শ্রীদেবীর বোন শ্রীলতা যদিও, দিদির মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যে মুখ খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু কোনও এক অজ্ঞাতকারণে, তিনি ১৫ দিন পরও নীরব।
প্রসঙ্গত, শ্রীদেবীর সঙ্গে দুবাইয়ে শেষ কয়েকদিন যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অভিনেত্রীর বোন শ্রীলতা অন্যতম। তাই তিনি মুখ খুলবেন বলার পরও এই নীরবতা সকলকেই আশ্চর্য করেছে।
সূত্রের খবর, শ্রীলতাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁকে শ্রীদেবীর শেষকৃত্য সহ গোটা প্রক্রিয়া থেকেও দূরে থাকতে বলা হয়েছে। তবে শুধু মুখ বন্ধ নয়, শোনা যাচ্ছে শ্রীদেবীর চেন্নাইয়ের পুরো বাংলোটিও শ্রীলতাকে দিয়ে দেওয়া হচ্ছে। কেন হঠাত্ শ্রীদেবীর সম্পত্তি শ্রীলতাকে দেওয়া হচ্ছে, সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
এদিকে বর্তমানে শ্রীদেবীর সঙ্গে তাঁর বোনের সুসম্পর্ক হলেও, অতীতে তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছিল সম্পত্তিকে কেন্দ্র করেই। তখন বনি কপূরের হস্তক্ষেপেই সেই সম্পর্ক ফের জোড়া লাগে।
শ্রীদেবীর মৃত্যুর পর মুখ খোলার হুঁশিয়ারি দিয়েও, এখনও কেন নীরব অভিনেত্রীর বোন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2018 04:09 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -