কলকাতা: তাঁর জীবন একেবারেই সোজা নয়। ক্যানসারের তীব্র যন্ত্রণার সঙ্গে তাঁকে লড়াই করতে হয় রোজ। কিন্তু তাতে কি! সেই কঠিন লড়াই তাঁর মুখের হাসিকে ম্লান করে দিতে পারেনি। আর এবার, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। বিয়ে করলেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। তাঁর বিয়ের কথা কার্যত কাকপক্ষীতেও টের পায়নি। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নেন হিনা খান। দীর্ঘ দিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে নতুন জীবন শুরু করলেন হিনা।

হিনার ক্যানসারের সময় প্রত্যেকটা পদে তাঁর পাশে ছিলেন রকি। রকি কলকাতার ছেলে, পেশায় প্রযোজক। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহেলাতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। তখন থেকেই প্রেম। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। 'বিগ বস'-এর ঘরে প্রথম দেখা যায় রকিকে। এরপরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এরপরে, গত বছর দেওয়া একটি সাক্ষাৎকারে হিনা খান প্রথম বলেছিলেন বিয়ের কথা। এরপরে, হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি দিয়ে হিনা জানান, তিনি বিবাহ করেছেন।

হালকা সবুজ রঙের শাড়ি বেছেছিলেন হিনা, মাথায় ছিল হালকা গোলাপি ওড়না। আচার অনুষ্ঠান করে বিয়ে সারেননি তিনি। কেবলমাত্র সই সাবুদের বিয়ে করেছেন তিনি। গলায় হালকা একটি নেকলেস পরেছিলেন হিনা। মাথায় টিকলি। হাতে ভারি চুড়ি আর আঙুলে হিরের আংটি। বর রকি জয়সওয়াল পরেছিলেন সাদা শেরওয়ানি। হিনার হাতে হাত রেখে ছবি তুলেছেন রকি। কখনও হিনা চুম্বন এঁকে দিচ্ছেন রকির নাকে। কখনও আবার হিনার পায়ে নুপূর পরিয়ে দিচ্ছেন রকি। 

দুটি আলাদা জগৎ থেকে এসে, আমরা ভালোবাসার একটা মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলি বিলীন হয়ে গিয়েছে, আমাদের হৃদয় এক হয়েছে। আমরা আজীবনের বন্ধন তৈরি করেছি। আমরা একে অপরের ঘর, আলো ও আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করে আজ চিরকালের জন্য ভালোবাসা এবং আইনের বন্ধনে আবদ্ধ। স্ত্রী এবং স্বামী হিসেবে আমরা সকলের কাছে আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।'

সোশ্যাল মিডিয়ায় হিনার এই পোস্টে শুভেচ্ছাবার্তায় দিয়েছেন সবাই।