নয়াদিল্লি: ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina Khan)। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিয়েছিলেন। এরপর তাঁর এই কঠিন লড়াইয়ের নানা ধাপ, নানা অধ্যায়ের খবর পোস্ট করেছেন নায়িকা। অনুপ্রাণিত করেছেন তাঁর মতো আরও অনেককে। এবার ফের একবার পোস্ট করলেন হিনা, সেই সঙ্গে চাইলেন সাহায্য। বাড়ল অসুস্থতা? কেন সাহায্য প্রার্থনা?


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহায্য প্রার্থনা হিনা খানের


স্টেজ থ্রি, ব্রেস্ট ক্যান্সারে (Breast Cancer) আক্রান্ত 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়' অভিনেত্রী হিনা খান। নিজের প্রোফাইলে রোগ ধরা পড়া থেকে প্রথম কেমোথেরাপি, চুল কেটে ফেলা থেকে চিকিৎসার মাঝেই কাজে ফেরা, প্রত্যেক ধাপের পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর পোস্ট অনেকেরই অনুপ্রেরণা, যার মূল বক্তব্য, অন্ধকার রাস্তার শেষে আলো মিলবেই।


তবে নতুন একটি পোস্টে অভিনেত্রী চাইলেন সাহায্য। হিনা খান লিখলেন, 'কেমোথেরাপির অপর পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে 'মিউকোসাইটিস' (mucositis)। এর ফলে তিনি কিছুই খেতে পারছেন না বলেও জানিয়েছেন। হিনা লেখেন, 'যদিও, আমি চিকিৎসকের পরামর্শ মেনে সেরে ওঠার চেষ্টা করছি। কিন্তু যদি আপনাদের মধ্যে কেউ এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকেন বা কোনও কার্যকর উপায়ের কথা জানা থাকে, দয়া করে সাজেস্ট করুন। না খেতে পারলে খুবই কঠিন পরিস্থিতি তৈরি হয়। খুব উপকার হবে আমার।' পোস্টের ক্যাপশনে লেখেন, 'দয়া করে সাজেস্ট করুন।'


 






আরও পড়ুন: Swastika Mukherjee: 'প্রতিবাদে আছি, চিৎকারে আছি...', ফের 'হাসি' মুখে পোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের!


প্রসঙ্গত, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে অন্যতম মিউকোসাইটিস, যা গলা, মুখ এবং পাচনতন্ত্রের শ্লেষ্মা ঝিল্লিগুলিকে প্রদাহ এবং ক্ষতি করে যার ফলে খাবার গিলতে এবং খাওয়া খুব অস্বস্তিকর হয়ে ওঠে। হিনার পোস্টে একাধিক অনুরাগী নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী উপায় বাতলেছেন। 


চলতি বছরের জুন মাস নাগাদ হিনা জানান, স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে তাঁর। অভিনেত্রী ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে অনুরাগীদের যদিও আশাব্যাঞ্জক খবর দিয়েছিলেন। হিনা জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তিনি ভাল আছেন। হিনা আরও লেখেন, তিনি মন থেকে শক্ত রয়েছেন। এখন দরকার অনুরাগীদের প্রার্থনা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।