কলকাতা: ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। কিন্তু এই সমস্ত কিছু পেরিয়েও স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা করছেন হিনা খান (Hina Khan)। সদ্যই তাঁকে দেখা গিয়েছে সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভার’ অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। ‘বিগ বস্ ১১’-তে নজর কেড়েছিলেন হিনা, তবে একটুর জন্য জয়ী হতে পারেননি তিনি। আর ফের 'বিগ বস ১৮'-তে ফের এসেছিলেন তিনি। আর বিগ বস থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন হিনা।
সোশ্যাল মিডিয়ায় হিনা জানিয়েছেন, তিনি সলমনের মতো বিনয়ী মানুষ খুব কম দেখেছেন। সলমন টানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শো সঞ্চালনা করেন। আর তারপরেও শো-এর পরে তিনি হিনার সঙ্গে দেখা করেছেন। খোঁজ নিয়েছেন তাঁর শরীর ও চিকিৎসার ব্যাপারে। সলমন তাঁকে আশ্বাস দিয়েছেন, তিনি নাকি ঠিক হয়ে যাবেন। হিনা বলছেন, তিনি যখনই সলমনের সঙ্গে দেখা করেন তখনই তিনি ভীষণ আশাবাদী হয়ে যান। এবারেও তিনি এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে তিনি ঠিকই সুস্থ হয়ে উঠবেন।
এর আগে ব়্যাম্পেও হেঁটেছেন হিনা খান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ছবি। বধূবেশে হিনাকে দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বধূবেশের সেই সাজের ভিডিও শেয়ার করে নিয়ে হিনা লিখেছিলেন, 'আমার বাবা সবসময় বলতেন.. 'তুমি না বাবার মেয়ে.. তুমি তো ভীষণ শক্ত। একদম কাঁদবে না। নিজের জীবন নিয়ে কোনও অভিযোগ করবে না। যা পেয়েছো তাই নিয়েই খুশি থাকবে। নিজের জীবনের রাশটা যেন তোমার নিজের হাতে থাকে। নিজের জীবনটাকে নিজে সাজাও, নিজের মতো করে জীবনটা বাঁচো।' সেই জন্যই আমি বাহ্যিক কোনও বিষয় নিয়ে ভাবা এখন বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র নিজের ক্ষমতায় যতটুকু রয়েছে, ততটুকুই করি। সেভাবেই জীবনটাকে বাঁচি। বাকিটা আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিই। উনি প্রত্যেকের চেষ্টাটা দেখছেন, বাঁচার ইচ্ছাটা দেখছেন। উনি প্রত্যেকের মনের ইচ্ছাটাও জানেন। এই শো টা করা সহজ ছিল না। কিন্তু আমি নিজেকে কেবলই বলতে থেকেছি.. 'হিনা.. এগিয়ে যায়। কখনও থেমো না।' এটা গতকাল রাতের গল্প। প্রায় একযুগ পরে আমি বধূবেশে সাজলাম। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।