Bullet Coffee: শিল্পা, জাহ্নবী থেকে শুরু করে অদিতি, ভূমি, রকুল... বলি তারকারা ফিট থাকছেন বিশেষ এই কফি খেয়ে!
ত্বকের বয়স বেড়ে যাবে, খেয়ে ফেলবেন বেশি চিনি? সেই ভয়েই এড়িয়ে যাচ্ছেন কফি? জানেন কি বলিউডের তাবড় তাবড় তারকারা কিন্তু ফিট থাকেন বিশেষ এক ধরণের কফি খেয়ে। কী সেই কফির বিশেষত্ব? জেনে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিল্পা শেট্টি বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী। তবে জানেন কি তিনি ডায়েটে নিয়মিত রাখেন ঘি! আর সেই ঘি তিনি খান কফিতে মিশিয়ে!
হ্যাঁ, বিশেষ পদ্ধতিতে তৈরি এই কফিই বলি নায়িকাদের ফিটনেস সিক্রেট। নাম বুলেট কফি। কিন্তু কী এই বুলেট কফি?
অদিতি রাও হায়দারি জানাচ্ছেন, ব্ল্যাক বা কালো কফিতে এক চামচ ঘি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় বুলেট কফি। বানানো যেমন সুবিধা, তেমন এর গুণও অনেক!
বুলেট কফি ওজন স্বাসে সাহায্য করে। সঙ্গে সঙ্গে শরীরে মেটাবলিজম-ও বাড়ায়।
রকুলপ্রীত নিয়মিত সকালে খান বুলেট কফি। এই কফি খেলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায় যদি তা খালি পেটে খাওয়া যায়
এই কফিকে অনেকেই বুলেটপ্রুফ কফিও বলে থাকেন। সকালে কাজ করার এনার্জি দেওয়ার জন্য বুলেট কফির জুড়ি মেলা ভার।
জাহ্নবী কপূরও সকাল শুরু করেন বুলেট কফি দিয়ে। সকালে তাঁর প্রিয় পানীয় এটাই। জিমে যাওয়ার আগেই বুলেট কফি খান জাহ্নবী।
বুলেট কফির আরও একটা গুণ হল, এই কফি সারাদিন বার বার খিদে পেতে দেয় না। সঙ্গে সঙ্গে মানসিক স্থিতিও বৃদ্ধি করে।
অনেকটা ওজন কমিয়ে এখন ফ্যাট থেকে ফিট ভূমি পেডনেকর। তিনিও ভরসা রেখেছিলেন বুলেট কফির ওপর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -