নয়াদিল্লি: বিনোদন দুনিয়ায় (Entertainment Industry) ফের শোকের ছায়া। আবারও হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে মৃত্যু শিল্পীর। মাত্র ২৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছোটপর্দার জনপ্রিয় হিন্দি (Hindi) ও তামিল (Tamil) অভিনেতা পবন (Pawan)। মুম্বইয়ে (Mumbai) নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর, খবর সূত্রের। 


হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা


বিগত কয়েক বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যুর খবর প্রায়ই এসেছে প্রকাশ্যে। ফের একবার সেই খবর। সিদ্ধার্থ শুক্লা ও পুণিত রাজকুমারের পর এবার জনপ্রিয় অভিনেতা পবনের মৃত্যু হল হৃদরোগে আক্রান্ত হয়ে। হিন্দি ও তামিল ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। সূত্রের খবর, শুক্রবার ভোর ৫টা নাগাদ মুম্বইয়ের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


কর্ণাটকের মাণ্ড্য জেলায়, যেখানে পবনের বাড়ি, মুম্বই থেকে সেখানে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর সূত্রের।


কর্ণাটকের ছেলে হওয়া সত্ত্বেও মুম্বইয়ে কাজের সূত্রে পরিবারের সঙ্গে থাকতেন অভিনেতা পবন। একাধিক হিন্দি ও তামিল ধারাবাহিকে কাজ করেছে তিনি। তাঁর অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।                                              


আরও পড়ুন: Srijit Mithila: অসুস্থ সৃজিত, বাড়িতে নতুন সদস্য আসার খবর দিতেই কটাক্ষের শিকার মিথিলা


প্রসঙ্গত, এই মাসেরই শুরুর দিকে ৭ অগাস্ট খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রের স্ত্রী স্পন্দনার। ব্যাঙ্ককে পরিবারের সঙ্গে গিয়েছিলেন তিনি, যখন তাঁর মৃত্যু হয়। বিজয় রাঘবেন্দ্র প্রয়াত কন্নড় তারকা পুণিত রাজকুমারের তুতো ভাই। ২০০৭ সালে বেঙ্গালুরুর স্পন্দনার সঙ্গে বিয়ে হয় বিজয়ের। 


এছাড়াও ২৯ অক্টোবর, ২০২১ সালে, হৃদরোগে আক্রান্ত হয়েই আকস্মিক মৃত্যুর খবর মেলে কন্নড় তারকা পুণীত রাজকুমারের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। সকালের দিকে বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু করে দেওয়া হয় চিকিৎসাও। কিন্তু সবরকমের চেষ্টা ব্যর্থ করেই জীবনযুদ্ধের লড়াই থামে অভিনেতার। তাঁর মৃত্যুতে দুঃখে ভেঙে পড়ে গোটা ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীরাও। ফের একই ধরনের ঘটনায় চিন্তা বাড়ছে সকলেরই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial