কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-র পরিবারে নতুন সদস্য! সোশ্যাল মিডিয়ায় নতুন সদস্য আসার খবর দিলেন অভিনেত্রী। বাড়িতে এক পোষ্য নিয়ে এসেছেন তিনি। তবে সেই আদুরে পোষ্যর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষ ধেয়ে এল অভিনেত্রীর দিকে!


বাংলাদেশের এই অভিনেত্রী বর্তমানে কাজ করছেন দুই বাংলাতেই। ২০১৯ সালের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক সৃজিত ও অভিনেত্রী মিথিলা। নায়িকার এক মেয়েও রয়েছে, আইরা। কলকাতাতেই পড়াশোনা করছে না। তবে কাজের প্রয়োজনে মাঝে মধ্যেই বাংলাদেশে পাড়ি দিতে হয় মিথিলাকে।


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি কুকুরের ছবি শেয়ার করেছেন মিথিলা। শিহ তাজু প্রজাতির একটি পোষ্যকে বাড়িতে নিয়ে এসেছেন মিথিলা। গলায় গোলাপি ঘুঙুর, সাদা লোমের মিষ্টি এই পোষ্য দাপিয়ে বেড়াচ্ছে গোটা ঘর জুড়ে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন মিথিলা। ইতিমধ্যেই নামকরণ হয়ে গিয়েছে খুদের। তার নাম ইলা। সেই ইলাকে নিয়ে যে মিথিলা খুশি, তা স্পষ্ট তার লেখায়। পোষ্য কেমন করে ঘরে খেলা করে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন মিথিলা। 


তবে নায়িকার এই পোষ্যের খবরকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। সদ্য সৃজিতের পোস্ট থেকে খবর পৌঁছেছিল, তিনি অসুস্থ। তার মধ্যেই এই খুশির পোস্ট দিয়ে কটাক্ষের স্বীকার হতে হয় মিথিলাকে। আক্রমণ করা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। তবে এই সমস্ত কটাক্ষের তিনি কোনও উত্তর দেননি। আপাতত তিনি ব্যস্ত তাঁর জীবনের 'বান্ডল অফ জয়' ইলাকে নিয়ে। 


অন্যদিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ'-এর গল্প এবার আসছে বড়পর্দায়, অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। স্বভূমি এন্টারটেনমেন্টের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকও। 


বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপি মলয় মণ্ডল। এডিটর সুজয় দত্ত রায় ও সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায়।


 






আরও পড়ুন: Gadar 2: ৩০০ কোটির গন্ডি পেরল সানির 'গদর ২', চ্যালেঞ্জ ছুঁড়ল শাহরুখ, সলমনের রেকর্ডকেও!