মুম্বই: প্রতিযোগিতায় নাম লেখালেও, মুকুট না নিয়েই ফিরে আসতে হয়েছিল তাঁকে। কিন্তু মিস ইউনিভার্স ২০২১ (Miss Universe 2021 Winner) খেতাবজয়ী হরনাজ কৌর সান্ধুকে (Harnaaz Kaur Sandhu) প্রশংসায় ভরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। হরনাজের জয়ে ভারতীয় হিসেবে গর্ববোধ করছেন বলে জানালেন তিনি।
ইজরায়েলে আয়োজিত এ বারের মিস ইউনিভার্স (Miss Universe 2021) প্রতিযোগিতায় জয়ী হয়েছেন চণ্ডীগড়ের হরনাজ। তার পর থেকেই নেটদুনিয়া উত্তাল তাঁকে নিয়ে। কারণ ২১ বছরের খরা কাটিয়ে ফের দেশের হয়ে মুকুট নিয়ে এলেন বছর ২১-এর হরনাজ।
হরনাজের জয়ে আবেগ ধরে রাখতে পারেননি উর্বশীও। এ বারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন উর্বশী। হরনাজের জয়ে মঞ্চে দাঁড়িয়েই কেঁদে ফেলেন তিনি। ইনস্টাগ্রামে সেই ভিডিয়োও পোস্ট করেছেন অভিনেত্রী।
সোমবার হরনাজের সঙ্গে ফের একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো পোস্ট করেন উর্বশী। তাতে তেরঙ্গা হাতে হরনাজের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে। উর্বশী লেখেন, ‘ঐতিহাসিক মুহূর্ত।’ হরনাজের অনুকরণে অন্য একটি ছবিতে লেখেন, ‘সত্যি সত্যিই চক দে ফটে ইয়ার’।
প্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী নিজেও ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। কিন্তু সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় তাঁকে। যদিও তার জন্য তাঁর কেরিয়ার থেমে যায়নি। বরং বয়স ৩০ পেরনোর আগেই বলিউডের ছোট-বড় অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে গিয়েছেন তিনি।
এ ছাড়াও বেশ কিছু ছবিতে আইটেম নম্বর করতেও দেখা গিয়েছে উর্বশীকে। ‘কাবিল’ ছবিতে ‘হাসিনোঁ কা দিওয়ানা’ আইটেম নম্বরের জন্য খোদ জন্য হৃতিক রোশন (Hrithik Roshan) তাঁকে অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন উর্বশী। তবে একাধিক ছবিতে কাজ করলেও সে ভাবে এখনও সাফল্যের মুখ দেখেননি তিনি। বরং নেটমাধ্যমে একাধিক বার ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। কখনও অনেযর লেখা হুবহু টুকে দেওয়ার অভিযোগ উঠেছে। তো কখনও আবার আলটপকা মন্তব্যেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সাজগোজ এবং পোশাক নিয়েও প্রায়শই ট্রোলিংয়ের শিকার হন তিনি।