নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা (Terror Attack)। শ্রীনগরের (Srinagar) জিওয়ানে সশস্ত্র পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের (Terrosrist)। নিহত ২ জন পুলিশকর্মী, আহত ১৪ জন পুলিশকর্মী। হামলার দায় স্বীকার করল কাশ্মীর টাইগারস (Kashmir Tigers)।
এদিন ট্যুইট করে কাশ্মীর জোন পুলিশ জানায়, শ্রীনগরের পান্থা চক এলাকায় জিওয়ানের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন ১৪ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরে আরও একটি ট্যুইট করে কাশ্মীর জোন পুলিশ। সেখানে তারা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন একজন এএসআই এবং কনস্টেবল। ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
জঙ্গি সংগঠন হিসেবে প্রথম কাশ্মীর টাইগারসের নাম প্রকাশ্যে এল। মোটরসাইকেলে এসে হামলা চালায় জঙ্গিরা, সূত্রের খবর। নিহতদের মধ্যে একজন এএসআই। বাদামীবাগ সেনা ক্যান্টনমেন্ট থেকে কয়েক কিলোমিটার দূরে জিওয়ান। জিওয়ানে বহু পুরনো জম্মু-কাশ্মীরের পুলিশ ট্রেনিং সেন্টার রয়েছে। এই জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ট্যুইট করে তিনি লিখেছেন, "শ্রীনগরে পুলিশের বাসে জঙ্গি হামলার ভয়ঙ্কর খবর। এই হামলার নিন্দা করছি। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।''
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীর বান্দিপোয়ার গুলশন চকে পুলিশ কর্মীদের ওপর নারকীয় হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় দুই জওয়ানের মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী, এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান, ফৈয়াজ আহমেদ নামে দুই পুলিশ কর্মী জখম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত ঘোষণা করেন। হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী।