মুম্বই: দেখতে দেখতে এসে গিয়েছে দোল পূর্ণিমা (Dol Purnima 2022)। রঙের উৎসবে আর কিছুক্ষণের মধ্যেই পিচকারি, রং, আবির নিয়ে খেলায় মেতে উঠবেন ছোট থেকে বড় সকলে। রং খেলার সঙ্গে খাওয়া দাওয়া আর এই উৎসবকে জমজমাট করে তুলতে অবশ্যই বাজতে হবে গান। বলিউডে বহু ছবিতেই হোলি (Holi 2022) স্পেশাল মুহূর্তের জন্য তৈরি হয়েছে নানা গান। যা আজও একইরকমভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। অমিতাভ বচ্চনে 'রং বরসে' (Rang Barse) হোক কিংবা রণবীর কপূরের 'বালাম পিচকারি' বাজতেই থাকবে সারাদিনজুড়ে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বলিউড গান ছাড়া হোলি অসম্পূর্ণ।


১. রং বরসে- বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ব্যারিটোন ভয়েস শুধুমাত্র ডায়লগেই সীমাবদ্ধ থাকেন। সেই ব্যারিটোন ভয়েসে শোনা গিয়েছে গানও। 'সিলসিলা' ছবির 'রং বরসে ভিগে চুনারওয়ালি রং বরসে' গান বাজতে থাকবে সারাদিন বিভিন্ন জায়গায়।


২. হোলি কে দিন- প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কন্ঠে 'হোলি কে দিন' চলতি বছর যেন আরও বেশি প্রাসঙ্গিক। কিছুদিন আগেই প্রয়াত হয়েছএন লতা মঙ্গেশকর। তাঁর গাওয়া হোলি স্পেশাল এই গান আরও বেশি করে মনে পড়ছে অনুরাগীদের।


আরও পড়ুন - Holi 2022: ফোনে রং কিংবা জল ঢুকে গিয়েছে? দ্রুত যা যা করতে হবে


৩. হোলি খেলে রধুবীর- 'বাগবান' ছবিতে হোলির বেশ কিছু দৃশ্য ছিল। এই ছবিতে হোলি স্পেশাল গান 'হোলি খেলে রঘুবীর' রঙের উৎসবে একইরকমভাবে প্রাসঙ্গিক।


৪. ডু মি এ ফেভার, লেটস প্লে হোলি- প্রিয়ঙ্কা চোপড়া, অক্ষয় কুমার অভিনীত জনপ্রিয় বলিউড ছবির গান 'ডু মি এ ফেভার লেটস প্লে হোলি'।


৫. বালাম পিচকারি- রণবীর কপূর, দীপিকা পাড়ুকোন, কল্কি কেঁকলা অভিনীত 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির জনপ্রিয় গান 'বালাম পিচকারি'। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির এই জনপ্রিয় গান বাজতে শোনা যাবে রঙের উৎসবে বিভিন্ন জায়গায়।