মুম্বই: ২৪-ঘণ্টার ব্যবধানে জোড়া ইন্দ্রপতন বলিউডে। বুধবার মারা গিয়েছিলেন ইরফান খান। সেই শোক কাটার আগে বৃহস্পতিবার চলে গেলেন ঋষি কপূর।

শ্বাসজনিত সমস্যা নিয়ে এদিনই ৬৭ বছরের প্রবীণ অভিনেতাকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের স্যার এইচএ রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বলিউডের অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা।

এদিন ঋষি কপূরের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন অমিতাভ বচ্চন।




প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ পেতেই একে একে শোকবার্তা পাঠাতে থাকেন বলিউডের তারকারা।

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লেখেন,



অভিনেতা অক্ষয় কুমার লেখেন,



মনোজ বাজপেয়ী লেখেন,



শোকবার্তা আসে রাজনৈতিক মহল থেকেও।

শোকপ্রকাশ করেন রাহুল গাঁধী। ট্যুইট করে লেখেন--




শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ট্যুইটে লেখেন,



শোকপ্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। লেখেন,



প্রকাশ জাভড়েকর লেখেন,



দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল লেখেন,



কংগ্রেস নেতা শশী তারুর লেখেন,



বাদ যায়নি ক্রীড়ামহলও। ঋষি কপূরের মৃত্যুতে শোকপ্রকাশ করেন অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণরা।