মুম্বই: কৃষক আন্দোলনের ইস্যুতে, মার্কিন পপস্টার রিহানার ট্যুইটকে সমর্থন করায়, তাপসী পান্নুর মায়ের প্রসঙ্গ তুলে, তুই-তোকারি করে আক্রমণ করলেন কঙ্গনা রানাউত। অন্যদিকে, বৃহস্পতিবারই কঙ্গনার কয়েকটি বিতর্কিত ট্যুইট মুছে দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ।


একজন কট্টর মোদি সমর্থক হিসেবে পরিচিত। বিতর্কিত মন্তব্যের জন্য সবসময় সংবাদ শিরোনামে। আরেকজনও স্পষ্টবক্তা। বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছেন। কৃষক আন্দোলনের সমর্থনে বিশ্বখ্যাত পপস্টার রিহানার ট্যুইট ঘিরে এবার ট্যুইটারে বেনজির তরজায় জড়ালেন সেই কঙ্গনা রানাওয়াত এবং তাপসী পান্নু। মোদি সরকারের পাশে দাঁড়িয়ে তাপসী পান্নুকে আক্রমণ করতে তাঁর মা তুলেও আক্রমণ করতে পিছপা হলেন না কঙ্গনা রানাউত।

মঙ্গলবার মার্কিন পপস্টার রিহানা ভারতের কৃষক আন্দোলনকারীদের ছবি দিয়ে ট্যুইটারে লেখেন, "কেন আমরা এ নিয়ে কথা বলছি না?"
নীচে তিনি লেখেন # farmersProtest

 

এরপরই পাল্টা সরব হতে শুরু করেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, কঙ্গনা রানাউতের মতো মোদি-ঘনিষ্ঠ বলে পরিচিত বলিউড সেলিব্রিটিরা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইটারে লেখেন,
" একটা ট্যুইট যদি তোমাদের ঐক্য নাড়িয়ে দেয়, একটা রসিকতা যদি বিশ্বাসকে নাড়িয়ে দেয়, একটা কর্মসূচি যদি ধর্মীয় বিশ্বাসকে নাড়িয়ে দেয়, তাহলে অন্যের ‘প্রোপাগান্ডা শিক্ষক’ না হয়ে, তোমাকে নিজের মূল্যবোধ শক্তিশালী করতে হবে। "



তাপসী পান্নুর এই ট্যুইটের পরই ঝাঁপিয়ে পড়েন কঙ্গনা। তাপসীর মায়ের প্রসঙ্গ টেনে একেবারে তুই-তোকারিতে চলে যান তিনি। ট্যুইটারে তিনি লেখেন,
" তোর মাকে গালিগালাজ করতে তোর বিশ্বাস নড়ে যাবে না বোকা? জাতীয় প্ল্যাটফর্মে তার অপমান করব.. আমি জানি, তখনও তুই কিছু না করে বসে থাকার প্রতি ভালবাসাকেই গুরুত্ব দিবি। তোর মতো অন্যের এঁটো খাওয়া পোষ্য সেই জন্যই থাকে। কখনও কিছু হতে পারে না। এখন চুপ কর। "

এখানেই থামেননি কঙ্গনা। এরপর তিনি আরও লেখেন, ‘বি’ গ্রেড লোকেদের ‘ব্রি’ গ্রেড ভাবনা। প্রত্যেকের উচিত নিজের মাতৃভূমি ও পরিবারের প্রতি বিশ্বাসে অটল থাকা। এটাই কর্ম, এটাই ধর্ম। ফ্রি ফান্ডে খাওয়ার লোক হয়ে যেও না। দেশের বোঝা... এই জন্যই আমি এদের ‘বি’ গ্রেড বলি। এদের উপেক্ষা করো।



কঙ্গনা যখন একের পর এক বিতর্কিত ট্যুইট করে চলেছেন, তখন তাঁর কয়েকটি ট্যুইট মুছে দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। তারা জানিয়েছে,

আমরা কিছু ট্যুইটের বিষয়ে পদক্ষেপ নিয়েছি। কারণ এগুলি ট্যুইটারের বিধি লঙ্ঘন করেছিল।



কঙ্গনা রানাউত পপস্টার রিহানাকে আক্রমণ করার পর, অভিনেতা রণদীপ হুডা আবার মনে করিয়ে দিয়েছেন, একটি ছবিতে কঙ্গনা অভিনীত চরিত্রের নাম ছিল রিহানা। সেই ছবিতে ছিলেন রণদীপ হুডাও। ছবির একটি দৃশ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
সব মিলিয়ে কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্য করা শেষ হচ্ছে না!
তাঁকে ঘিরে বিতর্কও থামছে না।