নয়াদিল্লি: "গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল" -- ছবির প্রদর্শন বন্ধ করার দাবি তুললেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। মহিলা কমিশনের অভিযোগ,  ছবির কাহিনীতে সেনাবাহিনীতে মহিলা অফিসার হওয়ার দরুণ যে লিঙ্গ বৈষম্যের অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন, এর ফলে সমাজের কাছেও ভুল বার্তা যাচ্ছে। ফলে এই ছবিটি দেখানো বন্ধ করা উচিত। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা ওই ওয়েব প্ল্যাটফর্ম ও সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশনকে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে।


১২ অগাস্ট একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। কিন্তু ছবির বিষয়বস্তুকে যে ভাবে তুলে ধরা হয়েছে তাতে সহমত নন রেখা শর্মা। টুইটে তিনি লিখেছেন, ’’আসল গুঞ্জন সাক্সেনার সামনে এসে বলা উচিত, ছবিতে সেনাবাহিনীর মধ্যে যে ধরনের লিঙ্গবৈষম্যের কথা বলা হয়েছে তার বাস্তবতা আছে কি না? সেনা অফিসাররা গুন্ডাদের মতো আচরণ করছেন এমনটা আমি ভাবতেই পারি না। ভারতীয় সেনায় মহিলারা সবসময় মর্যাদা-সম্মান পেয়ে এসেছেন।‘‘


ছবি মুক্তির পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য পোস্ট করেছেন কারগিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা মহিলা অফিসার গুঞ্জন সাক্সেনা। তিনি লিখেছেন, ’’ভারতীয় বায়ুসেনার মাধ্যমে আমার স্বপ্ন সফল হয়েছে। শুধু যে সেনার হয়ে আকাশে ওড়ার স্বপ্ন সফল হয়েছে তাই নয়, দেশবাসীকে সেবা করার স্বপ্নপূরণ হয়েছে। আমার স্বপ্ন সফলের কাহিনী আজ একটি ছবির বিষয় হয়ে উঠেছে। গত তিন বছর ধরে এই ছবির টিমের সকল সদস্য এই কাহিনী বিশ্বের সামনে তুলে ধরার জন্য পরিশ্রম করেছেন---- এই ছবি নিয়ে আমি গর্বিত। আমি চাই এই ছবির বিষয়বস্তু মানুষকে অনুপ্রাণিত করুক, তাঁদের স্বপ্ন সফলের সহায়ক হোক। সদর্থক বার্তা দিক। ‘‘


গুঞ্জন সাক্সেনার টুইটের স্ক্রিন শট তুলে রেখা শর্মা জানিয়েছেন এটাই যদি বাস্তব হয় তা হলে সিনেমার পরিচালকের ক্ষমা চাওয়া উচিত এবং ছবিটি বন্ধ করা উচিত।


চলতি সপ্তাহে সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশনকে চিঠি দিয়ে আপত্তির কথা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। চিঠিতে বাহিনী লিখেছে, ছবির প্রযোজক ধর্ম প্রোডাকশনস এমন কিছু দৃশ্য রেখেছেন যা বিভ্রান্তিকর এবং ভারতীয় সেনার কাজের পরিবেশের সঙ্গে খাপ খায় না। বিশেষ করে মহিলাদের ভারতীয় সেনা কখনও এমন চোখে দেখে না বলেও চিঠিতে জানানো হয়েছে।


ছবির পরিচালকের ভূমিকায় রয়েছেন নবাগত স্মরণ শর্মা। জাহ্নবী কপূর ছা়ড়াও ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী ও অঙ্গদ বেদী।