নয়াদিল্লি: ১৭ বছর পর খুনের অভিযোগ থেকে বেকসুর খালাস হলেন মুত্তাহিদা কোয়াদি আন্দোলনের নেতা আমির খান! এই ব্রেকিংয়ের সঙ্গে টেলিভিশন সেটে দেখা গেল ভারতীয় অভিনেতা আমির খানের ছবি। যদিও পরে পাকিস্তানের ওই চ্যানেল তাদের ভুল বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে আমিরের ছবি পরিবর্তন করে দেওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যেই চ্যানেলে প্রকাশিত সেই ব্রেকিংয়ের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
সাংবাদিক নায়লা ইনায়ত সেই স্ক্রিনশট ট্যুইটারে পোস্ট করে লিখেছেন, “জানা ছিল না, ভারতীয় অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানে ছিল।”
লকডাউনের আগে পর্যন্তও আমির খান ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবি লাল সিংহ চড্ডার কাজে। এই ছবি ‘ফরেস্ট গাম’ নামের একটি মার্কিনি কমেডি-ড্রামার রিমেক। যেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন করিনা কপূর খান।
এর আগে ‘ঠগস অব হিন্দুস্থান’- এ অভিনয় করেছিলেন আমির। ওই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফতিমা সানা শেখের মতো তারকারা। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পরে। প্রত্যাশা অনুযায়ী কাজ না করতে পারার কারণে, আমির নিজে দর্শকদের কাছে ক্ষমাও চান।