রাজনীতিতে রজনীকান্তকে দেখার দাবি নিয়ে বহুদিন ভক্তরা তামিলনাডু রাজ্য ছেয়ে ফেলছে পোস্টার-কাটআউটে। অনেক দিন আগে থেকেই তামিলনাড়ুর বিভিন্ন শহরে পোস্টার পড়তে শুরু করে। আন্নাকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাই, দাবি অনুরাগীদের।
সোমবার সাংবাদিকদের রজনীকান্ত জানিয়ে দেন, তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব শিগগিরিই জানাবেন। এরপর তিনি 'রজনী মাক্কাল মণ্ডরম' -এর সঙ্গে দীর্ঘ বৈঠকও করেন। তারপরই তিনি নতুন দল আনার ইঙ্গিত দেন। বলেন, 'আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে খুব তাড়াতাড়িই আপনাদের জানিয়ে দেব।'
এর আগেও রজনীকান্তের রাজনীতিতে নামা নিয়ে জল্পনা ছিল। ২০১৭য় তামিল সুপারস্টার ঘোষণা করেছিলেন, তিনি রাজনীতিতে নামতে চলেছেন। কোন রাজনৈতিক দলের হয়ে তা ঘোষণা করেননি। এমনও শোনা যাচ্ছিল, রজনী নাকি বিজেপিতে যোগ দিতে পারেন! কিন্তু সব সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিলেন তিনি নিজেই। পরে এও শোনা যায়, তখন শরীর স্বাস্থ্যের কারণেই দল গঠনের কথা ভাবেনি রজনী।
আবার ২০১৯ এ তাঁর রাজনীতিতে আসা নিয়ে গুঞ্জন শুরু হলে দক্ষিণী সুপারস্টার জানান,'লোকসভা নির্বাচনে তিনি লড়বেন না।' সেই সঙ্গে তিনি বলেন,শুধু তাই নয় কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না সে বার্তাও দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি নির্দেশ দেন, তাঁর ছবি, রজনী মাক্কাল মণ্ডরম-এর পতাকা, রজনী ফ্যান ক্লাবকে যেন কোনও দল প্রচারের স্বার্থে ব্যবহার না করে।