নয়াদিল্লি: ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের দশ বছর হয়ে গেল শিল্পা শেট্টির। প্রতি বছরই বিবাহবার্ষিকী বেশ ধুমধাম করেই উদযাপন করে এই তারকা দম্পতি। এবার এক দশক একসঙ্গে থাকার সেলিব্রেশনে স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে জাপান গিয়েছেন শিল্পা। সেখানেই পালন করছেন বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সেকথা নিজেই জানিয়েছেন বলি তারকা। একই সঙ্গে বিশেষ অ্যাপ ব্যবহার করে রাজ কুন্দ্রাকে চুম্বনের একটি ভিডিও বানিয়েছেন শিল্পা। সেই ভিডিও সোশ্যাল সাইটে পোস্টও করেছেন তিনি।
সেখানে শিল্পা লিখেছেন, “আক্ষরিক অর্থেই প্রেম ও মু্ক্ত বাতাসে বাস করছি। এই জায়গাটা ছবির মতো সুন্দর। প্রকৃতি এখানে তার সর্বশ্রেষ্ঠ রূপে। শুধু সৌন্দর্য্যই নয়, আমি সময়ের মধ্যে ধরে ফেলেছি একটি চুম্বনও”। এই পোস্টে স্বামী রাজ কুন্দ্রাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন শিল্পা।