পটনা: ‘দাদা ভালই ছিল। একসঙ্গে গ্রামেও গিয়েছি। এমন কী হল যে আত্মহত্যা করল?’ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর কারণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ তারকার তুতো বোন। পুলিশ জানিয়েছে মুম্বইয়ের বান্দ্রায় যে ফ্ল্যাট থেকে সুশান্তর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে হাইপার টেনশনের ওষুধ এবং প্রেসক্রিপশন ছাড়া তেমন কিছুই তাঁরা পাননি। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। আরও একধাপ এগিয়ে পুলিশ জানিয়েছে, কোনও সন্দেহজনক কিছু তাঁদের হাতে আসেনি। প্রাথমিক তদন্তের পর আত্মহত্যার অনুমান করলেও সোমবার ময়নাতদন্তের পরই পাকাপাকি ভাবে মৃত্যুর কারণ জানাবে পুলিশ।
পড়ুন: জুস হাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত... তারপর?
এরই মধ্যে সুশান্তর মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তার পটনার প্রতিবেশী। এএনআইকে সুশান্তর এক প্রতিবেশী জানান, “সুশান্ত সিংহ হৃদয়ের ছেলে ছিল। মা-কে ভালবসাত। বাথরুমে কাপড় কাচতে কাচতে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় সুশান্তর মায়ের। সুশান্ত আত্মহত্যা করার মতো ছেলেই নয়। আমরা নিশ্চিত ওঁর মৃত্যুর পেছনে কোনও না কোনও রহস্য রয়েছে। কয়েকদিন আগে ওঁর ম্যানেজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওকে খুন করা হয়েছে।”
পড়ুন: শেষ পোস্টে ‘কান্না...’, প্রয়াত মায়ের জন্য উদ্বেল ছিল সুশান্তের মন!
সুশান্তর মৃত্যুতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। ট্যুইটে তিনি জানিয়েছেন, "মৃত্যুর ২ ঘণ্টা আগেও কথা হয়েছে পরিবারের সঙ্গে। আত্মহত্যার মতো কিছুই মনে হয়নি। পরিবার সিবাআই তদন্ত চায়।"
সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী আজ সুশান্তর দেহ মর্গে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের পর সৎকার হবে। পরিবার দেহ পটনা নিয়ে যেতে চাইলে সেই বন্দোবস্তও সরকার করে দেবে বলে সূত্রের খবর।