মুম্বই: ইরফান খানের মৃত্যুর পরের দিন ভারতীয় সিনেমা ও বলিউড অনুরাগীদের জন্য আরেক মর্মান্তিক খবর। বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা ঋষি কপূর। ৬৭ বছর বয়স হয়েছিল তাঁর।


বুধবার তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শ্বাসজনিত সমস্যার কথা শোনা গিয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এর আগে ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়েছিল অভিনেতার। নিউইয়র্কে অস্থিমজ্জা প্রতিস্থাপন অস্ত্রোপচার হয় তাঁর। ১১ মাস পর তিনি দেশে ফিরেছিলেন।


সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন ঋষি। ২ এপ্রিল তিনি শেষ ট্যুইট করেন। সেখানে তিনি করোনাভাইরাসের মকোবিলা করার আহ্বান জানান। একইসঙ্গে শান্তি বজায় রাখার আবেদনও করেন।





তিনি লেখেন, সমাজের সব স্তর ও সব ধর্মের সকল ভাই ও বোনেদের কাছে আবেদন করছি, দয়া করে হিংসা, পাথর ছোঁড়া বা মারধর করার ঘটনা ঘটাবেন না। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ -- তাঁরা সকলে নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের বাঁচানোর চেষ্টা করছেন। আমাদের সকলকে এই করোনাভাইরাস যুদ্ধে জয়ী হতে হবে। জয় হিন্দ।


তাঁর এই ট্যুইটে ৩০ হাজারের বেশি লাইক পড়ে এবং ৩৪০০ বার রি-ট্যুইট হয়। ২০১০ সালে ট্যুইটারে যোগ দেন ঋষি কপূর। তাঁর ফলোয়ার সংখ্যা ৩৫ লক্ষের বেশি।