মুম্বই: টিনসেল দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের কথা। সুপারস্টার হৃত্বিক রোশনের (Hrithik Roshan) না কি এখন মন মজেছে অভিনেত্রী গায়িকা সাবা আজাদে (Saba Azad)। একাধিকবার তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দিও করেছেন পাপারাৎজিরা। এবার সেই জল্পনা আরও উস্কে দিল হৃত্বিকের ইনস্টাগ্রাম স্টোরি।


শুক্রবার, নিজের ইনস্টাগ্রামে বিশেষ স্টোরি পোস্ট করেন হৃত্বিক। অভিনেতা ইমাদ শাহের সঙ্গে পুনেতে অনুষ্ঠানের আগে তাঁদের জন্য 'বিশেষ শুভেচ্ছা' পাঠান হৃত্বিক। পোস্ট শেয়ার করে ৪৮ বছর বয়সী অভিনেতা লেখেন, 'কিল ইট ইউ গাইস' অর্থাৎ দুর্দান্ত অনুষ্ঠান হোক।



Hrithik Roshan Update: হৃত্বিক-সাবার প্রেমের জল্পনা উস্কে দিল অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্ট


প্রসঙ্গত, সাবা আজাদের সঙ্গে নাম জড়ানোর পর থেকে এই প্রথম সাবার জন্য পোস্ট করলেন হৃত্বিক। এর আগে হৃত্বিকের পরিবারের সঙ্গে লাঞ্চ সারেন সাবা। সেই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন অভিনেতার কাকা, সঙ্গীত পরিচালক রাজেশ রোশন। পরিবারের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন সেই ছবিতে। আর তাঁদের মাঝেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় সাবা আজাদকে। ছবিতে উপস্থিত ছিলেন, হৃত্বিক রোশনের কাকা রাজেশ রোশন, মা পিঙ্কি রোশন, হৃত্বিকের দুই সন্তান হৃদান ও হৃহান, অভিনেতার তুতোবোন পশমিনা, ভাইঝি সুরনিকা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। বসার ঘরে তাঁরা সময় উপভোগ করছেন।


 






কিছুদিন আগে সাবার অনুষ্ঠানের প্রশংসা করেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। মুম্বইয়ে তাঁর এক অনুষ্ঠানে হাজির হন সুজান।


আরও পড়ুন: Bollywood Update: শাহিদের জন্মদিনের পার্টিতে মীরা-ইশানের সঙ্গে যোগ দিলেন অনন্যাও