বায়োপিকের জন্য হৃত্বিককে প্রশিক্ষণ দেবেন ‘সুপার ৩০’ প্রতিষ্ঠাতা

Continues below advertisement
মুম্বই:  বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের পরবর্তী সিনেমা ঘিরে জোর জল্পনা চলছে। সম্ভবত খুব শীঘ্রই  বিকাশ বহেলের ‘সুপার ৩০’ সিনেমায় অভিনয়ের কাজ শুরু করতে চলেছেন। আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার জন্য সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ৩০ জন মেধাবী পড়ুয়াকে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয় ‘সুপার ৩০’-র মাধ্যমে। সাফল্য ও চিন্তাভাবনার নিরিখে এই প্রতিষ্ঠান সারা দেশের নজর কেড়েছে। এই কোচিংয়ের প্রাণপুরুষ আনন্দ কুমার। তাঁর জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে ‘সুপার ৩০’। জানা গেছে, সিনেমায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে হৃত্বিককে প্রশিক্ষণ দেবেন আনন্দ কুমার। অঙ্ক বিশারদ আনন্দ কুমার নিজেই জানিয়েছেন, প্রথম থেকেই সিনেমার চিত্রনাট্যে খুঁটিয়ে দেখছেন  তিনি।  আনন্দ কুমার বলেছেন, বিকাশ ও হৃত্বিক-দুজনেই তাঁকে জানিয়েই সবকিছু করছেন। তাঁরা সিনেমাটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনও কসুর করছেন না। আনন্দ কুমার বলেছেন, তাঁর কাছ থেকে গবেষণার জন্য বিভিন্ন তথ্য নিয়েছেন বিকাশ ও হৃত্বিক। আনন্দ কুমার বলেছেন, গবেষণা ও চিত্রনাট্য লেখার ব্যাপারে তাঁর সঙ্গে পরামর্শ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিকাশ। যেভাবে সবকিছু এগোচ্ছে, তাতে তিনি খুশি বলে জানিয়েছেন আনন্দ কুমার। আনন্দ কুমার মনে করেন, সিনেমায় তাঁর চরিত্র সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে পারবেন হৃত্বিকই। তাঁর জীবন কাহিনীর স্পিরিটকেই বেশি গুরুত্ব দিয়েছেন হৃত্বিক। শ্যুটিং শুরুর আগে হৃত্বিক কয়েক মাস প্রশিক্ষণ নেবেন বলেও জানিয়েছেন আনন্দ কুমার।  তিনি বলেছেন, তাঁর জীবন অবলম্বনে সিনেমা নিয়ে প্রথমে সংশয় ছিল তাঁর। কিন্তু বিকাশদের চিন্তাভাবনা দেখে তিনি মত পাল্টান। উল্লেখ্য, এর আগে অনুরাগ বসুও তাঁর জীবন অবলম্বনে ছবি করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাঁকে কোনওকিছু না জানিয়েই সেই প্রস্তাব থেকে অনুরাগ সরে গিয়েছিলেন বলে জানিয়েছেন আনন্দ কুমার। তিনি বলেছেন, এতে তাঁর খারাপ লেগেছিল। কিন্তু সেটা বোধহয় ভালোই হয়েছিল বলে মনে করছেন তিনি। আনন্দ কুমারের বক্তব্য, উপযুক্ত লোকেরাই এখন ছবি তৈরির দায়িত্ব নিয়েছেন।
Continues below advertisement
Sponsored Links by Taboola