মুম্বই: 'কহো না পেয়ার হ্যায়' ছবি দিয়ে নিজের জাদু দেখানো শুরু করেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। প্রথম ছবি থেকেই দর্শকের মনে জায়গা করে নেন। ছবি যেমন ব্লকবাস্টার হিট হয়, তেমনই সুপারহিট হয়ে যান হৃত্বিক। বলিউডে বেশ কিছু বছর কাটিয়েও ফেললেন। অভিনয় এবং ডান্স দিয়ে তিনি মানুষের মন আগেই জিতে নিয়েছিলেন। তবে, এবার এক অনুরাগীর সঙ্গে হৃত্বিক যা করলেন, তার ভিডিও দেখে হতবাক নেট দুনিয়া।


অনুরাগীর স্ঙ্গে যা করলেন হৃত্বিক রোশন-


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি এক ফিটনেস ব্র্যান্ডের প্রচারে গিয়েছিলেন হৃত্বিক রোশন। হলুদ রঙের টি শার্ট এবং সাদা প্যান্টে তাঁর দিকে থেকে চোখ সরাতে পারছিলেন না উপস্থিত ব্যক্তিরা। সেই ইভেন্ট চলাকালীনই এক ব্যক্তি আচমকা মঞ্চে উঠে আসেন। আর উঠেই হৃত্বিক রোশনের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যেন অভিনেতা তাঁর কাছে ভগবানের মতো। পছন্দের তারকাকে সামনে দেখে অনুরাগীর এমন কাণ্ড হামেশাই দেখা যায়। কিন্তু অনুরাগীর এমন কাণ্ডের পাল্টা হৃত্বিক যা করলেন, তাতেই চোখ কপালে উঠছে নেটিজেনদের। অনুরাগী পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সঙ্গে সঙ্গে হৃত্বিক রোশনও পাল্টা ওই ব্যক্তির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সোশ্যাল মিডিয়ায় হৃত্বিক রোশনের এই ভিডিও পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতে সময় নেয়নি। পাশাপাশি তারকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ তাঁকে কমেন্ট করেছেন 'মাটির মানুষ' বলে। কেউ 'ডাউন টু আর্থ', কেউ আবার 'সুইট' তো কেউ অন্য কিছু। মোট কথায়, অনুরাগীর সঙ্গে এমন কাজের জন্য হৃত্বিক রোশনের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।



আরও পড়ুন - KBC 14: মহিলা প্রতিযোগীর মন্তব্যে হতবাক বিগ বি! এ কী কাণ্ড!


প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। ছবিটি একটি দক্ষিণী ভাষার ছবির হিন্দি রিমেক। দিন কয়েক আগেই 'বিক্রম বেদা' ছবির টিজার ট্রেলার মুক্তি পায়। সেফ আলি খানের সঙ্গে এই ছবিতে দেখা যাবে হৃত্বিককে। টিজার ট্রেলার মুক্তি পাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই তা প্রায় ২৩ মিলিয়ন ছাড়িয়েছে। এই ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে হৃত্বিক রোশনকে। অন্যদিকে, সেফ আলি খানকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে 'বিক্রম বেদা'।