মুম্বই: নিজের ছবি ঘিরে উত্তেজনা তো সবারই থাকে। কী বলছে বক্সঅফিস রিপোর্ট? ছবি কতটা মনপসন্দ হল দর্শকদের? এসব নিয়ে চোরা টেনশন তো থাকেই। কিন্তু নতুন ছবির গানের ছন্দে যখন পা মেলান নিজের মা, তখন অর্ধেক যুদ্ধ জেতা হয়ে যায় বইকি! ঠিক যেমনটা ঘটেছে হৃতিকের ক্ষেত্রে। সম্প্রতি "সুপার ৩০"র নায়ক একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যেখানে হৃতিকের মা পিঙ্কি রোশনকে দেখা যাচ্ছে একটি গানের ছন্দে নাচতে। তিনি জিমে কসরত করার ফাঁকে ফাঁকে নেচে নিচ্ছেন ছেলের নতুন ছবির গানের তালে।
দেখুন, হৃতিকের সেই পোস্ট! নায়ক লিখেছেন, একজন মা-ই কেবল এভাবে নিজের খুশি প্রকাশ করতে পারেন।
"সুপার ৩০" ছবিটি জনপ্রিয় শিক্ষক আনন্দ কুমারের জীবনের গল্পের উপর নির্মিত। দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের আইআইটি-জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণ দেন আনন্দ। ছবিটি গুজরাত, বিহার, রাজস্থান ও উত্তরপ্রদেশে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে।
ছবিটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। একেবারে ভিন্নধর্মী চরিত্রে দাগ কেটে গেছে হৃতিকের অভিনয়ও।