আর্মেনিয়ায় হুমা কুরেশির নাচ, তারপর এমন ঘটল যে ভাইরাল হয়ে গেল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Aug 2018 07:13 AM (IST)
মুম্বই: এক যন্ত্রসঙ্গীত শিল্পীর সুরের তালে নাচতে দেখা গেল বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে। এই ভিডিও নিজেই শেয়ার করেছেন হুমা। তাঁর নাচের মধ্যেই এক মহিলা এসে সামনে রাখা বাক্সে কিছু মুদ্রা রেখে চলে গেলেন। যা দেখে হেসে ফেললেন হুমা। এমনটা ঘটেছে আর্মেনিয়ায়। হুমা বর্তমানে আর্মেনিয়ায় ছুটি কাটাচ্ছেন। এই ভিডিও সেখানকারই। আর্মেনিয়ার রাস্তায় ঘুরতে ঘুরতে এক স্ট্রিট মিউজিশিয়ানেক সুরে নাচতে শুরু করেন হুমা। তখনই এক পথচারী মহিলা হুমাকে ডান্সার ভেবে মিউজিশিয়ানের সামনে রাখা বাক্সে কিছু মুদ্রা রেখে চলে যান। হুমা নাচ থামিয়ে ওই মহিলাকে অভিবাদন করে হাসতে হাসতে সেখান থেকে চলে যান। হুমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ১৭ ঘন্টা প্রায় ৭৮ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি। দক্ষিণী তারকা রজণীকান্তের সঙ্গে কালা সিনেমায় দেখা গিয়েছিল হুমাকে। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল সিনেমাটি। হুমা তাঁর অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছিলেন।