রজনীকান্তের প্রেমিকা হুমা কুরেশি!!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2017 02:11 PM (IST)
মুম্বই: এবার অভিনেত্রী হুমা কুরেশিকে দেখা যাবে রজনীকান্তের বিপরীতে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ৬৬ বছর বয়সী সুপারস্টারের প্রেমিকার চরিত্রে থাকবেন হুমা। ছবিটি প্রযোজনা করবেন রজনীর জামাতা অভিনেতা ধনুষ। তাঁর সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রজনীর বিপরীতে হুমা একেবারে মানানসউ বলে নির্মাতারা মনে করছেন। ছবিটি পরিচালনা করবেম পি এ রঞ্জিত। এ মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। এর আগে ঐশ্বর্যা রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিংহ ও রাধিকা আপ্তের মত অভিনেত্রী রজনীকান্তের নায়িকা হয়েছেন।