কলকাতা: কিছু ছবি, কিছু লেখা... আর অনেকটা মনের কথা। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি থেকে শুরু করে মায়ানগরীতে প্রথম পা রাখা, পর্দার সামনে সুযোগ পাওয়া... সমস্তটা লিখলেন তিনি। হুমা কুরেশি (Huma Qureshi)। বর্তমানে বলিউডে তাঁর জায়গা পাকা। তাঁর ওয়েব সিরিজ 'মহারানি' (Maharani)-র নতুন সিজন মুক্তি পেয়েছে সদ্যই। আর সেই সিজনের প্রচারেই, বলি-অভিনেত্রী লিখলেন, তাঁর মায়া নগরীর সফর।
একটি চিঠির আকারে, নিজের মনের কথা লিখেছেন তিনি। আর কাকে উদ্দেশ্য করে লিখেছেন? ১৬ বছর বয়সী হুমাকে। নিজের ছোটবেলাকে। হুমা তাঁর খোলা চিঠিতে লিখছেন, 'প্রিয় ১৬ বছরের আমি, ভাগ্যিস ক্লাস ১১-এ প্রিন্সিপালের অফিসে তুমি আমায় নিয়ে গিয়েছিলে। সেইদিন ভয় পাচ্ছিলেন তুমি, কিন্তু নিজের মঞ্চ-প্রীতির কথা জানাতেই গিয়েছিলে তুমি। ভয়কে জয় করে ঝলমল করে উঠেছিলে তুমি। কলাবিভাগ নিয়ে পড়াশোনা করা ছিল তোমার প্রথম লড়াই। নিজের পছন্দকে বেছে নেওয়ার লড়াই। সবাই তোমায় বলেছিল, তুমি বোকা। তুমি ভুল পথ বাছছো। তুমি অন্যদের মতো হতে পারোনি যারা নিয়মমাফিক জীবনযাপন করেই দিব্য রয়েছে। তোমার সেই জেদকে সাধুবাদ.. তার জন্যই আজ আমি এই সফরের অংশীদার হতে পারলাম। কথা দিচ্ছি, আমার চিরকালের সফরে, নিজের মধ্যের ছোট্ট হুমাকে বাঁচিয়ে রাখব আমি।'
এরপরে হুমা লিখেছেন তাঁর মুম্বইয়ে আসার কথা, লড়াইয়ের কথা, বারে বারে প্রত্যাখ্যাত হওয়ার গল্প, কান্নাভেজা রাত কাটানোর গল্প। তিনি প্রসঙ্গ টেনে এনেছেন তাঁর ওয়েব সিরিজেরও। অনুরাগীদের উৎসাহ দিয়ে তিনি যেন বলতে চেয়েছেন, 'যদি ছোট্ট শহর থেকে আসা রানি পারে.. তাহলে তোমরা সবাই পারবে। সমস্ত বাধা-বিপত্তি এড়িয়ে সাফল্য পাবে। তুমি যেমন.. তোমার সমস্ত খুঁত নিয়েই তুমি সুন্দর।'
শেষমেষ হুমা লিখেছেন, 'এই চিঠি লিখছে সেই হুমা, যে হয়তো একটু হলেও ঝলমল করতে পেরেছে। নিজের জায়গা তৈরি করতে পেরেছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।