কলকাতা: আলিয়া ভট্ট (Alia Bhatt) থেকে শুরু করে অনুষ্কা শর্মা (Anushka Sharma), একাধিকবার পাপারাৎজিদের বিরুদ্ধে মুখ খুলেছেন তারকারা। আর এবার জন্মদিনের পার্টিতে পাপারাৎজিদের ছবি তোলা নিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন সইফ আলি খান (Saif Ali Khan)।
এই ঘটনা বৃহস্পতিবার রাতের। এদিন মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন একাধিক তারকারা। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের নবাব ও বেগম বেবোও। কালো পাঞ্জাবির সঙ্গে সাদা পাজামা পরেছিলেন সইফ, অন্যদিকে কালো ওয়ান পিস পরেছিলেন করিনা। খোলা চুলে তারকাদ্যুতি।
আরও পড়ুন: SEBI On Arshad Warsi: 'সার্কিট'কে নিষিদ্ধ করল সেবি ! সাজা নিয়ে মুখ খুললেন আরশাদ
অনেকটা রাত করেই পার্টিতে পৌঁছন তারকা যুগল। কিন্তু মালাইকার বাড়ির নিচে তাঁদের ছেঁকে ধরেন ছবিশিকারিরা। ফ্ল্যাশের আলো ঝলসে ওঠে। আর হঠাৎ এই ছবি তোলাতেই সম্ভবত সামান্য মেজাজ হারান নবাব। তিনি পাপারাৎজিদের উদ্দেশে বলে ওঠেন, 'একটা কাজ করুন, আপনারা আমাদের শোওয়ার ঘরে চলে আসুন।' সইফের এই কথায় অপ্রস্তুত পাপারাৎজিরা, মৃদু হাসি করিনার মুখে।
সদ্য বাড়ির জানলা দিয়ে না জানিয়ে আলিয়ার ছবি তোলার জন্য ক্ষুদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। প্রতিবাদও করেছিলেন। সেসময়ে আলিয়া পাশে পেয়েছিলেন গোটা বলিউডকেই।