মুম্বই: প্রথম স্বজনপোষণ প্রসঙ্গে উত্থাপন করেছিলেন কঙ্গনা রানাউত। কফি উইথ কর্ণ-এ খোলাখুলিই কঙ্গনা বলেন, বলিউডে স্বজনপোষণের ধারক-বাহক এবং পালক কর্ণ জোহর। এরপর অনেক জল ঘোলা হয়েছে। বলিউডের বহু তারকাই এর বিরুদ্ধে মুখ খুলেছেন। আবার অনেকে এপ্রসঙ্গে কোনও মন্তব্য না করাই সঠিক মনে করেছেন।
এবার স্বজনপোষণ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর কপূর। তাঁর খোলাখুলি স্বীকারোক্তি, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবশ্যই স্বজনপোষণ রয়েছে, এবং তিনি নিজেই তার সৃষ্টি। তারপরই তিনি বলেন, আজ তিনি রণবীর কপূর হয়েছেন, সকলে তাঁকে চিনেছেন তাঁর বাবা-মায়ের কারণে। আর আমার বাবা সুযোগ পেয়েছিলেন, তাঁর বাবার জন্যে। তাই রণবীরের মন্তব্য, তাঁর সন্তান যদি অভিনয়ে আসতে চান, তাহলে অবশ্যই তিনি ভেবে দেখবেন।
তবে তাঁরা যদি পড়াশোনা করে অন্য পেশায় যেতে চান, তাহলে অবশ্যই তিনি তাতে উত্সাহ দেবেন তাঁর সন্তানদের। যদি তারা ডাক্তার হতে চায়, তাহলে সবরকম ভাবে তাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন রণবীর। এরপরই তিনি বলেন, গত ৮৫ বছর ধরে সিনেমা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা। সত্যিই, কপূর পরিবারের ছাপ থাকায় তাঁরা কাজ পেয়েছেন অনেক সহজে। ইন্ডাস্ট্রিতে অনেক গুন, প্রতিভা থাকা সত্ত্বেও, তেমন সুযোগ পাননি অনেকে।
আজ মুক্তি পেয়েছে রণবীরের 'জগ্গা জাসুস'। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন রাজকুমার হিরানির ছবি সঞ্জয় দত্তের বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করা নিয়ে।
স্বজনপোষণ অবশ্যই বলিউডে আছে এবং আমি তার সৃষ্টি: রণবীর কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2017 02:52 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -