কলকাতা: বিয়ে করছেন টলি জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন? কী বললেন সোশাল মিডিয়ায়? টানা দশ বছরের প্রেমের সম্পর্কে অসংখ্যবার এই গুঞ্জন শোনা গেছে যে এবার চার হাত এক হতে চলেছে। তবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত সঠিক ভাবে অভিনেতা-অভিনেত্রী নিশ্চিত করে কিছু বলেননি।
দিন কয়েক আগে, ৬ অগাস্ট নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। সেই পোস্টের লেখা পড়ে ফের নতুন করে জল্পনা তৈরি হয়। পোস্টে লেখা ছিল, 'দীর্ঘ অপেক্ষার পর সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে।' সেই সঙ্গে হ্যাশট্যাগ ড্রিম কাম ট্রু। এই পোস্ট দেখে সকলে ধরেই নেন, এবার নিশ্চিতভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বয়ং ঐন্দ্রিলাও। অনেক টলি তারকা শুভেচ্ছাও জানান তাঁকে।
কিন্তু মঙ্গলবার, ১৭ অগাস্টে অঙ্কুশ ও ঐন্দ্রিলার ইনস্টাগ্রামের পোস্ট তাঁদের বিয়ের জল্পনায় রীতিমতো জল ঢেলে দেয়। অঙ্কুশ নতুন বিএমডব্লিউ গাড়ি কিনেছেন, তাঁর স্বপ্নের গাড়ি। আর এই গাড়িরই আগমন বার্তা দিয়েছিলেন ৬ তারিখের পোস্টে। ক্যাপশনে লেখেন, 'অবশেষে সে এসে পৌঁছেছে... বাড়িতে স্বাগত সুন্দরী...'। সপরিবারে গাড়ি কিনতে যান টলিউডের লাভবার্ডস। সঙ্গে ছিলেন এই জুটির ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও।
গাড়ির সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। ক্যাপশনে লিখেছেন, 'আমার সতীন এই মাত্র এসে পৌঁছেছে এবং আমি সানন্দে তাকে গ্রহণ করছি।' উভয়ের পোস্টেই অনুরাগী ও একাধিক টলি তারকা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
তবে এখানেই শেষ নয়। অঙ্কুশের পোস্টের ক্যাপশন একেবারে নিরাশ করেনি অনুরাগীদের। পছন্দের গাড়ির আগমন বার্তা দেওয়ার সঙ্গে তিনি এও লেখেন, 'যে শুভাকাঙ্খীরা ভেবেছিলেন আমি বিয়ে করতে চলেছি, তাঁদের জানিয়ে রাখি, সেটাও হবে খুব শীঘ্রই... সকলের জন্য ভালবাসা।' অর্থাৎ অভিনেতার কথায় খুব তাড়াতাড়িই চারহাত এক হচ্ছে। শীঘ্রই আমরা আবারা একটা 'গ্র্যান্ড ওয়েডিং'-এর সাক্ষী হতে চলেছি। তবে টলিউডের এই জুটি কবে নিজেদের বিয়ের তারিখ ঘোষণা করেন এখন সেটাই দেখার।