মুম্বই: সিনেমা যেভাবে দৃষ্টিসুখকর করে তোলার মন্ত্র জানেন সঞ্জয় লীলা বনশালী তাতে ঈর্ষা হয় তাঁর। বললেন কর্ণ জোহর। কর্ণ বলেছেন, নিজের কোর্টে বনশালী অপ্রতিদ্বন্দ্বী, বনশালীর আগামী ছবি পদ্মাবতী দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
কর্ণের স্পষ্ট কথা, হ্যাঁ, আমার হিংসে হয়। যেভাবে বনশালী একটা দৃশ্যের ছবি আঁকেন, তা অসাধারণ, কেউ পারে না সেভাবে। তিনি ব্রিলিয়ান্ট, আমিও তাঁর জায়গায় পৌঁছতে চাই। ওঁর কাজ দেখে প্রেরণা পাই আমি।
পদ্মাবতীর পোস্টারে দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ ও শাহিদ কপূরের ছবি দেখে ছবিটা দেখার জন্য কর্ণের কৌতূহলের শেষ নেই। এভাবেই সকল পরিচালকের উচিত, নিজের উত্তরণের চেষ্টা করা।
যে সমাবেশে কর্ণ জোহর কথা বলছিলেন, সেখানে ছিলেন রণবীর কপূর আর আলিয়া ভট্ট। রণবীর বলেছেন, এক সময় অন্য নায়কদের ভাল কাজ দেখে হিংসে হত তাঁর, মনে হত, ইস, যদি এই চরিত্রটা তিনি পেতেন! কিন্তু একইসঙ্গে অনুপ্রাণিতও হতেন। কিন্তু এখন তিনি শুধু নিজের হাতে থাকা ছবির কথা, নিজের টিকে থাকার ব্যাপারে চিন্তা করেন। নিজেকেই মনে করেন নিজের প্রতিদ্বন্দ্বী। তাই বরুণ ধবন জুড়ুয়া টুতে মারকাটারি সাফল্য পাওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন রণবীর।
উল্টোদিকে আলিয়া বলেছেন, আগে হারতে ভাল লাগত না তাঁর। কিন্তু এখন আর পরাজয়ে আগের মত অত আপত্তি নেই, সমসাময়িক অভিনেত্রীদের কাজ থেকে অনুপ্রাণিত হন তিনিও। পদ্মাবতীতে দীপিকার লুক ভাল লেগেছে বলে আলিয়া জানিয়েছেন।
হিংসে করি বনশালীকে, বললেন কর্ণ জোহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2017 01:11 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -