আমি ‘ডিয়ার জিন্দেগি’ বুঝতে পারিনি: শাহরুখ খান
ABP Ananda, Web Desk | 02 Feb 2017 08:20 AM (IST)
মুম্বই: সাম্প্রতিক কালে বেশ কিছু ছবিতে সংবেদনশীল ইস্যু নিয়ে কাজ করেছেন তিনি। মানসিক অসুস্থতা নিয়ে তৈরি ‘ডিয়ার জিন্দেগি’ তাদেরই অন্যতম। কিন্তু শাহরুখ খান জানাচ্ছেন, ‘ডিয়ার জিন্দেগি’ বুঝতে পারেননি তিনি। শাহরুখ জানিয়েছেন, এ ধরনের ছবিতে কাজ করতে পেরে তিনি খুশি। কিন্তু ‘ডিয়ার জিন্দেগি’-র গল্প পুরোপুরি ধরতে পারেননি। তাঁর কথায়, এই বয়সে আর পরিস্থিতিতে এখন আর প্রেমের ছবিতে অভিনয় করলে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে নাও হতে পারে। কিন্তু তিনি এসেছেন সম্পূর্ণ একটি ভিন্ন জগৎ থেকে। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে তিনি ভালবাসেন যদিও তাঁদের ছবির অর্থ সব সময় বোধগম্য হয় না। শাহরুখ বলেছেন, ছবির মূল অর্থ তিনি বুঝেছেন, নারী সশক্তিকরণ বা উওমেন এমপাওয়ারমেন্টও তিনি বোঝেন। অল্পবয়সি মেয়েদের ইস্যু সম্পর্কেও তাঁর ধারণা রয়েছে। তিনি ‘ডিয়ার জিন্দেগি’ বোঝেননি কিন্তু নির্মাতারা বুঝেছেন। তাঁর কাছে এ ধরনের ছবির অংশ হওয়াটাই যথেষ্ট, নাই বা অর্থ পুরোপুরি বোধগম্য হল। এখন নানা ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও মুখ খুলেছেন এসআরকে। তাঁর বক্তব্য, বিতর্ক নয়, প্রয়োজন আলোচনা। বিতর্কের মূল কারণ হল, বিতর্কের মত ইস্যু রয়েছে। দীর্ঘদিন বিতর্ক থেকে নিজেদের সরিয়ে রেখেছি আমরা। এখন সব কিছু নিয়ে খোলাখুলি আলোচনার সময় এসেছে।