মুম্বই: একসময় শোনা গিয়েছিল, শাহিদ কপূরের সঙ্গে তাঁর ‘রেঙ্গুন’ ছবির সহ-অভিনেত্রী কঙ্গনা রানাউতের সম্পর্কের সমীকরণ একেবারেই ভাল নয়। এমনকি সম্পর্ক এতটাই খারাপ ছিল যে শাহিদ কঙ্গনার সঙ্গে ‘রেঙ্গুন’ ছবির প্রচার করতেও রাজি ছিলেন না। তবে আপাতত সমস্ত জল্পনায় জল ঢেলে প্রফেশনালই ‘রেঙ্গুন’-এর প্রচার করতে রাজি হয়েছেন শাহিদ।
এছাড়া সাংবাদিকরা তাঁকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, তাঁর আর কঙ্গনার মধ্যে কোনও সমস্যা নেই। তিনি কঙ্গনা, সেফ আলি খানের সঙ্গে মিলেই ছবির প্রচার করবেন।
বিশাল ভরদ্বাজের সঙ্গে এটা শাহিদের তৃতীয় কাজ। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। শাহিদের কথায় ‘রেঙ্গুন’ ‘কামিনে’ বা ‘হায়দার’-এর থেকে অনেক কঠিন ছবি, এবং বাস্তব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তাই তিনি এখানে তাঁর ১০০ শতাংশই দিয়েছেন।
আমার এবং কঙ্গনার মধ্যে কোনও সমস্যা নেই, ‘রেঙ্গুন’-এর প্রচারও করব: শাহিদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2017 02:07 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -