বিয়ের কথা ভাবতে ভাল লাগছে, বললেন প্রিয়ঙ্কা চোপড়া
ABP Ananda, Web Desk | 14 Jul 2018 09:25 AM (IST)
মুম্বই: বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে তাঁর ভরসা রয়েছে, জীবনের কোনও সময় তিনিও বিয়ে করতে চাইবেন। প্রিয়ঙ্কা চোপড়া এ কথা জানিয়েছেন। প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর থেকে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসের সম্পর্ক কারও অজানা নেই। তা নিয়ে কিছু বলেননি প্রিয়ঙ্কা। তবে বলেছেন, বিয়ের অর্থ নারীবাদের দৃষ্টিতে মেয়েদের সম্মান কমা বা বেড়ে যাওয়া নয়। বিয়ে করতে ইচ্ছে আছে তাঁর। তিনিও কখনও বিয়ে করতে চাইবেন। প্রিয়ঙ্কার কথায়, নারীবাদের অর্থ হল, অন্যের ভরসায় না থেকে নিজের পছন্দ নিজেই বেছে নেওয়া, কাউকে গালিগালাজ করা নয়। কারও কাছে কিছু প্রমাণ করার তাঁর নেই, তিনি অবশ্যই বিয়ে করতে চান। কিছুদিন আগে নিককে নিয়ে ভারত ঘুরে গিয়েছেন প্রিয়ঙ্কা। গুঞ্জন চলছে, শিগগিরই বিয়ে হবে তাঁদের।