মুম্বই: জন্মের পর থেকেই বিতর্কে জড়িয়ে যায় করিনার একরোত্তি ছেলে। কারণ, তার বাবা-মা তার নাম রেখেছে তৈমুর। বাচ্চার জন্মের দিন অর্থাৎ গত ২০ ডিসেম্বর এই নাম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এরপর সেই প্রসঙ্গ নিজেদের মতো করে ব্যাখাও দিয়েছেন সেফ-করিনা। এবার অভিনেত্রী জানালেন, তিনি তাঁর ছেলেকে বড় হলে বলে দেবেন, নিজের আশেপাশে যত বিতর্কই হোক, কোনও কিছুতে কান না দিতে। শুধুমাত্র নিজের আচরণ, ব্যবহারে নম্র থাকতে।
প্রসঙ্গত, ছেলের নাম তৈমুর রাখায় মারাত্মক সমালোচনার মুখে পড়তে হয় সেফ-করিনাকে। কারণ ছোট্ট শিশুটির নামের সঙ্গে তৈমুর লঙের তুলনা টেনে আনা হয়।
সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে করিনার কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি একইরকম প্রশ্নের মুখে পড়তে হয় তৈমুরকে, তাহলে সে কী করবে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর জবাব, জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে মানুষের দেখা হয়। সকলের কথা, সব কথাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়াই ভাল। শুধু প্রত্যেকের নিজের ব্যবহার সম্পর্কে সতর্ক থাকা উচিৎ এবং করিনা তাঁর সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করতে চান। তিনি আরও বলেন, সেফ যেমন ভারতের অন্যতম শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন, ঠিক তেমনই তিনিও তাঁর বংশ নিয়ে গর্বিত। কিন্তু এত কিছুর পরেও তাঁরা মাটির কাছাকাছি থেকেছেন। আর তৈমুরকেও তেমন ভাবেই বাঁচতে শেখাবেন অভিনেত্রী মা।
নাম নিয়ে বিতর্ক, ছেলেকে বলব সমস্ত কিছুকে অগ্রাহ্য করে ব্যবহারে নম্র থাকতে: করিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2017 07:52 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -