বাবার ইচ্ছে ছিল ক্রিকেটার হই: সলমন
Web Desk, ABP Ananda | 18 Jul 2016 09:39 AM (IST)
মুম্বই: পরিবারের সমর্থন না থাকলে আজকে ‘সলমন খান’ হয়ে উঠতে পারতাম না। পরিবারের সঙ্গে একাত্মতা, বাঁধনের ছবি বারবার উঠে এসেছে বজরঙ্গী ভাইজানের কথায়। এবারেও তাই। একটি অনুষ্ঠানে তিনি বলেন, পরিবার ছাড়া আমি অসম্পূর্ণ। সলমন বলেন, তাঁর যে স্টারডাম, অনস্ক্রিন তিনি যেমনভাবে ধরা পড়েন, তা আসলে তাঁর মা-বাবা, ভাই-বোন, কাছের বন্ধুদেরই মিশেল। বাড়িতে যা কিছু হয়, হাসি, মজা, কৌতুক এসবই রূপোলি পর্দায় ফুটিয়ে তোলেন তিনি। ‘সুলতান’-স্টার বলেন, সেলিম খান, সোহেল খান, আরবাজ খান, আলভিরা, সালমা এঁদের ছাড়া সলমন অসম্পূর্ণ। এব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করেন দাবাং খান। তিনি বলেন, বলিউডের অনেককেই নিজের পায়ে দাঁড়াতে একাই লড়ে যেতে হয়, সেখানে তিনি গোটা পরিবারের সমর্থন পেয়েছেন। তিনি আরও জানিয়েছেন, রূপোলি পর্দায় না, তাঁর বাবা সেলিম খানের স্বপ্ন ছিল ব্যাট হাতে ২২ গজে দেশের হয়ে ছেলেকে খেলতে দেখবেন। কিন্তু ভোর সাড়ে ৫টার সময় উঠে অনুশীলনে যাবার কথা ভাবতেই পারতেন না সলমন। তাঁকে সকালে স্কুলে পাঠানো নিয়েও চলত অশান্তি। সাড়ে ৮ টার আগে ঘুমই ভাঙত না। সেই জীবনটা অনেক বেশি চাপের। সলমনের কাছে ব্যাট হাতে ২২ গজের থেকে রূপোলি পর্দায় অভিনয় অনেক সহজ।