নয়াদিল্লি: মঙ্গলবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) দুই দশক (two decades) পার করে ফেললেন দক্ষিণের 'আইকন স্টার' (Icon Star) অল্লু অর্জুন (Allu Arjun)। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের ধন্যবাদ জানান তেলুগু তারকা (Telugu Star)। তাঁর কথায় তিনি আজ যা সবটাই তাঁর অনুরাগীদের জন্য। পোস্টে খানিক আবেগঘনই শোনাল তাঁকে।
ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার অল্লু অর্জুনের
তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার। শুধু কি তাই? 'পুষ্পা' এখন বিশ্বখ্যাত। তিনি অল্লু অর্জুন। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করে ফেলেছেন তিনি। মঙ্গলবার অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি।
এদিনের পোস্টে অল্লু অর্জুন লেখেন, 'আজ, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করলাম। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এত ভালবাসা পেয়েছি। ইন্ডাস্ট্রির সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি আজ যা তা হয়ে ওঠার একমাত্র কারণ দর্শক, অনুরাগী ও ফ্যানেদের ভালবাসা। সর্বদা কৃতজ্ঞ।' ক্যাপশনে করজোড় করে ইমোজি দেন।
তিনি পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে একের পর এক তারকা তাঁকে শুভেচ্ছা জানাতে থাকেন। অভিনেত্রী রকুলপ্রীত সিংহ লেখেন, 'প্রিয় প্রিয় প্রিয়'। শ্রেয়া ঘোষাল লেখেন, 'তোমাকে শুভেচ্ছা। কী দুর্দান্ত সফর।' সামান্থা রুথ প্রভু লেখেন, 'খুব শীঘ্রই বাজি ফাটবে!!' ডিনো মোরিয়া লেখেন, 'শুভেচ্ছা। আরও এমন মুহূর্ত আসতে থাকুক।' গায়ক অরমান মালিক লেখেন, 'শুভেচ্ছা আন্না, আরও ভাল হোক। থাগ্গাডেলে।'
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের অন্যতম অর্জুন। ২০০৩ সালে 'গঙ্গোত্রী' ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি। সুকুমারের কালজয়ী ছবি 'আরিয়া'য় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছন তিনি, ২০০৪ সালে। গত ২ দশকে পেয়েছেন একাধিক পুরস্কার। তার মধ্যে ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তিনটি নন্দী অ্যাওয়ার্ড আছে।
তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, অল্লু অর্জুন তাঁর নাচের জন্যও বিখ্যাত। তাঁর অজস্র জনপ্রিয় ছবিগুলির মধ্যে 'আরিয়া ২', 'বেদম', 'জুলাই', 'রেস গুররম', 'সারাইনোড়ু', 'ডিজে: ডুভাদা জগন্নাধম', 'আলা বৈকুণ্ঠপুরমুলু', 'পুষ্পা: দ্য রাইজ' অন্যতম।
অল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ' ব্লকবাস্টার হিট শুধু ভারতেই নয়, মন জয় করেছে বিদেশেও। ২০২১ সালের সর্বোচ্চ ব্যবসা করা ছবি এটি। তেলুগু ছবির তালিকায় সর্বোচ্চ ব্যবসা করা ছবিগুলিরও অন্যতম। এই ছবির জন্য সেরা অভিনেতা তেলুগু বিভাগে চতুর্থ 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' পান অল্লু অর্জুন। আপাতত তিনি 'পুষ্পা: দ্য রুল' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত।