তেলঙ্গানা: অধীর আগ্রহে অপেক্ষায় অল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীরা। তাঁর 'পুষ্পা ২' (Pushpa 2) কবে পাবে মুক্তি? এই ছবির প্রত্যেক ক্ষুদ্র আপডেটও মিস করতে চান না অনুরাগীরা। উৎসাহ উদ্দীপনা শীর্ষে এই ছবি নিয়ে। এরই মাঝে নতুন আপডেট এল প্রকাশ্যে।


'পুষ্পা ২' ছবির শ্যুটিং শুরু করছেন অল্লু অর্জুন


সূত্র মারফত নয়া তথ্য মিলল 'পুষ্পা ২' সম্পর্কে। শোনা যাচ্ছে তারকা অভিনেতা 'পুষ্পা ২'-এর শ্যুটের পরের শিডিউল (Shooting Schedule) শুরু করতে চলেছেন। শোনা যাচ্ছে রবিবার, অর্থাৎ আগামীকাল থেকে হায়দরাবাদের 'রামোজি স্টুডিও'য় (Ramoji Studio) শ্যুটিংয়ের দীর্ঘ শিডিউল শুরু করতে চলেছেন তিনি। 


সূত্র মারফত খবর, 'দেশজুড়ে একাধিক ভিন্ন লোকেশনে শ্যুটিংয়ের বেশিরভাগ অংশ শেষ করে এবার 'পুষ্পা: দ্য রুল' নির্মাতারা কাল থেকে নতুন শিডিউল শুরু করবেন। নতুন শিডিউলে প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, কাল থেকে অল্লু অর্জুন এবং বাকি অভিনেতা অভিনেত্রীরা শ্যুটিং শুরু করবেন।'


সূত্র মারফত আরও খবর, 'আকর্ষণীয় ব্যাপার, শোনা যাচ্ছে কলাকুশলীরা ছবির খুবই গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং করবেন হায়দরাবাদের রামোজি রাও ফিল্ম সিটিতে। সেই স্থানে তৈরি হয়েছে বিশালাকার সেটও। যেহেতু এটি সফল একটি ছবির দ্বিতীয় ভাগ, নির্মাতারা দৃশ্যত ছবিটিকে উপভোগ্য করার ক্ষেত্রে কোনও খামতি রাখছেন না।'


সুকুমার পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' হচ্ছে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম ভাগ। ২০২১ সালের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। রশ্মিকা মান্দান্না ও ফাহাদ ফাসিলও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এই ছবি। প্রসঙ্গত এই ছবির গান ও সংলাপ দীর্ঘদিন ছিল ট্রেন্ডিং, এখনও যা দর্শকের ঠোঁটস্থ। 


আরও পড়ুন: Samantha Ruth Prabhu: 'নিজের দায়িত্ব নিতে পারি', চিকিৎসার জন্য ২৫ কোটির আর্থিক সাহায্য নেওয়ার দাবি নস্যাৎ করলেন সামান্থা


প্রসঙ্গত, এই ছবির দ্বিতীয় ভাগের কথা ঘোষণা হয়েছিল প্রথম ছবির শেৃষ দৃশ্যেই। সেই থেকেই উত্তেজনা তুঙ্গে। চলতি বছরের মে মাসে শোনা যায়, দুর্ঘটনা কবলে পড়েছে 'পুষ্পা ২' ইউনিট। তেলঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ ফেরার পথে শিল্পী সমেত ইউনিটের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি পিটিসি বাসে ধাক্কা মারে। সূত্রের খবর, নার্কেটপল্লির কাছে হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। শোনা যায় ইউনিটের দু'জন শিল্পী এই দুর্ঘটনায় আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। 


তবে সেই সমস্ত পেরিয়ে, একাধিক তর্ক বিতর্ক সরিয়ে এখনও ছবির কাজ চলছে পুরো দমে। অনুরাগীরা অপেক্ষায় নতুন খবরের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial