মুম্বই: বলিউড নয়, তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ছবি থেকে। সহজ ছিল না বর্তমানে বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর কেরিয়ারের প্রথম জীবনটা। মাত্র একটা শ্যুটিংয়ের পর 'অপয়া' বলে দাগিয়ে দেওয়া হয়েছিল বিদ্যা বালনকে! এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে নিজের কেরিয়ারের শুরুর অজানা গল্প বললেন বিদ্যা বালন (Vidya Balan)।


আজ নিজের বক্তব্য রাখতে গিয়ে বিদ্যা বলেন, 'এখন বিদ্যা বালন বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত নাম। কিন্তু দক্ষিণী ছবি থেকে সফর শুরু করা মেয়েটার জন্য এই যাত্রাটা সহজ ছিল না। বিদ্যার প্রথম ছবিতে অভিনয় করছিলেন তৎকালীন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। কিন্তু মাত্র একদিন শ্যুটিং করেই শ্যুট বন্ধ করে দেন সেই সুপারস্টার। তখন সদ্য ইউনিটে যোগ দিয়েছিলাম আমি। এই ঘটনার পর আমায় 'অপয়া' বলা হয়। এমনকি পর পর ১১টা ছবি থেকেও বাদ দেওয়া হয় আমাকে।'


এরপর বিদ্যা যোগ করেন, 'পুরুষদের সাধারণত অপয়া বলা হয় না। অপয়া বলে মেয়েদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া ভীষণ সহজ। তবে যে সমস্ত অভিনেত্রীকে কেরিয়ারের শুরুতে 'অপয়া' বলে অভিহিত করা হয়েছিল, আজ তারাই বড় তারকা হয়েছেন।'


'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সম্পর্কে


ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। এই প্রথমবার এবিপি নেটওয়ার্ক আয়োজন করেছে 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সামিট ('Ideas of India' Summit)। ২৫ ও ২৬ তারিখ মুম্বইতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে হাজির থাকছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা নিজের মহিমায় উজ্জ্বল, এবিপি নেটওয়ার্কে বক্তব্য রাখতে হাজির হয়েছেন সেই সমস্ত মানুষেরা। ৭৫ বছরে ভারতের যাত্রা থেকে শুরু করে কী হয়ে পারে বিভিন্ন ক্ষেত্রের ভবিষ্যৎ, সবই উঠে আসে আলোচনায়। এই আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য যে সমস্ত বিষয় বেছে নেওয়া হয়েছে তা সমসাময়িক ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানে থাকছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী, শেষ দিনে থাকবেন আমির খান। থাকছেন তাপসী পান্নু, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক কবির খান, রমেশ সিপ্পি, নাগেশ কুকুনুর-সহ বলিউডের একঝাঁক ব্যক্তিত্ব। ঊষা উত্থুপ, পাপনের মতো সঙ্গীত শিল্পীদেরও এই মঞ্চে দেখা যাবে। শিল্পকর্তা নারায়ণমূর্তি, আনিশ শাহ, আনন্দ কুমার ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে থাকছেন কপিলদেব, লিয়েন্ডার পেজ, অঞ্জু ববি জর্জরা। অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে।