মুম্বই: ১০ অগাস্ট, মঙ্গলবার, ২০ বছর পূরণ করল জনপ্রিয় হিন্দি ছবি 'দিল চাহতা হ্যায়'। নতুন কনসেপ্টে, নতুন লুকে, নতুন পরিচালকের হাত ধরে তামাম দর্শকের মন জয় করে সিনেমাটি, যা এখনও আট থেকে আশি সকলেরই খুব কাছের।
পরিচালক হিসেবে বলিউডে প্রথম পা রেখেই ছক্কা হাঁকান ফারহান আখতার। পরিচালকের যাত্রা শুরুর কুড়ি বছর পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক আবেগঘন পোস্ট করতে দেখা গেল তাঁকে। আলাদা আলাদা পোস্টে ধন্যবাদ জানিয়েছেন 'দিল চাহতা হ্যায়' ছবির সঙ্গে জড়িত প্রায় প্রত্যেককে। ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমির খান, সেফ আলি খান, অক্ষয় খন্না, ডিম্পল কপাডিয়া, প্রীতি জিন্টা, সোনালি কুলকর্নির কাছে।
তাঁর ইনস্টাগ্রাম স্টোরি ও ট্যুইটারে সকলকে ধন্যবাদ জানিয়েছেন একাধিক পোস্টে। ক্যাপশনে করলেন স্মৃতি রোমন্থন। সেখানেই উল্লেখ করেন, যদি ডিম্পল কপাডিয়া ছবিতে অভিনয় করতে নারাজ হতেন তাহলে সিনেমাটি তৈরিই করতেন না ফারহান।
'দিল চাহতা হ্যায়' ২০ বছর পূর্তির দিনই নিজের পরবর্তী পরিচালনার কথা ঘোষণা করেন ফারহান আখতার। তিন কন্যার রোড ট্রিপের গল্প বলবে 'জি লে জ়রা'।
অভিনেত্রী ডিম্পল কপাডিয়ার ছবি পোস্ট করে ফারহান লেখেন, 'আমার মনে হয় যদি তুমি না করে দিতে, তাহলে বোধ হয় সিনেমাটা তৈরি বন্ধ করে দিতে হত। 'তারা' চরিত্রটি তোমার জন্যই লেখা হয়েছিল এবং ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে তুমি রাজি হয়েছিলে। চির কৃতজ্ঞ।'
নতুন পরিচালক হওয়া সত্ত্বেও তাঁর উপরে ভরসা করার জন্য ছবির তিন মুখ্য অভিনেতা, আমির, সেফ, অক্ষয়কেও ধন্যবাদ জানিয়েছেন ফারহান। মজা করে লিখেছেন, 'হয় বন্ধুত্ব খুব গভীর ছিল নয়তো এই ছবিটা ৩ডি।'
এছাড়াও বিভিন্ন পোস্টে অভিনেত্রী প্রীতি জিন্টা, সোনালি কুলকর্নি, সঙ্গীত পরিচালক-ত্রয়ী শঙ্কর-এহসান-লয়, গীতিকার জাভেদ আখতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আপাতত ডিজিট্যাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় ফারহান আখতার, ম্রুণাল ঠাকুর ও পরেশ রাওয়াল অভিনীত 'তুফান' ছবিটি দেখা যাচ্ছে।