মুম্বই: প্রভাসের সদ্য মুক্তি পাওয়া ছবি সাহো-র অস্বাভাবিক মিল আছে ফরাসি চলচ্চিত্র পরিচালক জেরোম সালের ছবি লার্জো উইঞ্চ-এর সঙ্গে। সেটা জেরোমের নজরেও পড়েছে, সাহো নির্মাতাদের তিনি যাচ্ছেতাই সমালোচনা করেছেন তাঁর ছবির ‘ব্যাড কপি’ করা হয়েছে বলে।
লার্জো উইঞ্চ অ্যাকশন থ্রিলার, মুক্তি পায় ২০০৮ সালে। এই নামেই একটি বেলজিয়ান কমিক আছে, তার ওপর তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। শুক্রবার সাহো মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়, তা ওই ফরাসি ছবির ‘হুবহু নকল’ বলে।
এবার তরজায় যোগ দিয়েছেন জেরোম সালেও। বহু লোককে ট্যাগ করে তিনি টুইট করেছেন, কপি হিসেবে সাহো জঘন্য। তাই তেলুগু পরিচালকরা, যদি আমার কাজ চুরি করতেই হয়, দয়া করে ঠিক করে করুন।
এর আগেও জেরোম তেলুগু নির্মাতাদের বিরুদ্ধে তাঁর ছবি চুরির অভিযোগ করেন। গত বছর তিনি বলেন, পবন কল্যাণকে মুখ্য ভূমিকায় রেখে নির্মিত ছবি আগ্নিয়াথাভাসি লার্জো উইঞ্চ-এর নকল।
সাহো-র নায়ক প্রভাস, নায়িকা শ্রদ্ধা কপূর। মুক্তির কদিনের মধ্যেই এ দেশে ৯০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি।
যদি আমার ছবি চুরিই করতে হয়, ঠিকমত কর, সাহো নির্মাতাদের ভর্ৎসনা ফরাসি পরিচালকের
ABP Ananda, Web Desk
Updated at:
03 Sep 2019 05:31 PM (IST)
বহু লোককে ট্যাগ করে তিনি টুইট করেছেন, কপি হিসেবে সাহো জঘন্য। তাই তেলুগু পরিচালকরা, যদি আমার কাজ চুরি করতেই হয়, দয়া করে ঠিক করে করুন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -