সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিহারী তাঁর প্রথম টেস্ট শতরান করেছেন। ভারত ২৭৫ রানে এই টেস্টেও জয় পেয়ে ২-০-য় জিতে নিয়েছে সিরিজ। বুমরাহ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৭ রানে তুলে নিয়েছেন ৬টি উইকেট, তার মধ্যে একটি হ্যাটট্রিক। টুইটারে সচিন লেখেন, দুর্দান্ত এই সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। জশপ্রীত বুমরাহর বোলিং দেখে দারুণ লাগল। ও অসাধারণ হ্যাটট্রিক করেছে, যেভাবে টেস্ট ক্রিকেটে উন্নতি করেছে তা এক কথায় অসামান্য।
দুই ব্যাটসম্যান হনুমা বিহারী ও অজিঙ্ক্য রাহানেরও দারুণ প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বিহারী করেছেন অপরাজিত ৫৩, আর রাহানে অপরাজিত ৬৪। যেভাবে তাঁরা পরিণতি ও ধৈর্য দেখিয়েছেন তা ভারতীয় টেস্ট দলের পক্ষে শুভ লক্ষণ। সচিনের টুইট।
এই সিরিজ জয়ের পর ১২০ পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া।