নয়াদিল্লি: সম্প্রতি অনুষ্ঠিত হল 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্ন' (13th Indian Film Festival at Melbourne)। দেখা মিলল একাধিক বি-টাউন তারকার। কারা কারা পেলেন সেরার শিরোপা? রইল সম্পূর্ণ তালিকা।

ত্রয়োদশ মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যাল

১২ অগাস্ট শুরু হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে ত্রয়োদশ ভারতীয় চলচ্চিত্র উৎসব। হাজির ছিলেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। তার মধ্যে নজর কাড়ল ১৪ অগাস্টের সন্ধ্যা। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরলেন রণবীর সিংহ (Ranveer Singh) ও শেফালি শাহ (Shefali Shah)। '৮৩' ছবির জন্য সেরা অভিনেতা হলেন রণবীর, অন্যদিকে 'জলসা'র জন্য সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হলেন শেফালি শাহ। 

অস্ট্রেলিয়ার 'পালাইস থিয়েটার'-এ অনুষ্ঠিত হল এই পুরস্কার বিতরণী সন্ধ্যা। সঞ্চালনায় ছিলেন ঋত্বিক ধনজানি। একাধিক ছবি ও ওয়েব সিরিজকে সম্মান জানানো হয় অনুষ্ঠানে। একাধিক ক্যাটেগরিতে মনোনীত হওয়া সত্ত্বেও আলিয়া ভট্টের 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ও সূরিয়ার 'জয় ভীম' কোনও পুরস্কার পায়নি, তবে বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছিল এই দুই ছবি।

 

কারা কোন ক্যাটেগরিতে পেলেন সেরার শিরোপা?

সেরা অভিনেতা: রণবীর সিংহ (৮৩)সেরা অভিনেত্রী: শেফালি শাহ (জলসা)সেরা ছবি: ৮৩সেরা পরিচালক: সুজিত সরকার (সর্দার উধম) ও অপর্ণা সেন (দ্য রেপিস্ট)সেরা সিরিজ: মুম্বই ডাইরিজ ২৬/১১সিরিজের সেরা অভিনেতা: মোহিত রায়না (মুম্বই ডাইরিজ ২৬/১১)সিরিজের সেরা অভিনেত্রী: সাক্ষী তনওয়ার (মাই)সেরা ইন্ডি ছবি: জগ্গিইক্যুয়ালিটি এই সিনেমা পুরস্কার: জলসালিডারশিপ ইন সিনেমা পুরস্কার: অভিষেক বচ্চনউপমহাদেশের সেরা ছবি: জয়ল্যান্ডলাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার: কপিল দেবডিসরাপ্টর ইন সিনেমা পুরস্কার: বাণী কপূর (চণ্ডীগড় করে আশিকি)

আরও পড়ুন: 'Bhagar' Poster Out: 'ভাগাড়'-এর জঞ্জালেই দেখা মিলল ৬ চরিত্রের, প্রকাশ্যে এল পোস্টার

'মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব' চলবে ২০ অগাস্ট পর্যন্ত। ভার্চুয়াল মাধ্যমে দেখতে পাওয়া যাবে ১৩ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত। চলতি বছরে এই ফেস্টিভ্যালে ২৩টিরও বেশি ভাষায় ১০০-এরও বেশি প্রশংসিত ছবি দেখানো হবে। এই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অভিষেক বচ্চন, বাণী কপূর, তামান্না ভাটিয়া, তাপসী পান্নু, শেফালি শাহ, সোনা মহাপাত্র, অনুরাগ কাশ্যপ, ঋত্বিক ধনজানি, কবীর খান, অপর্ণা সেন, নিখিল আডবাণী ও সুজিত সরকার।