নিউইয়র্ক:  গোটা বলিউড এখন উড়ে গিয়েছে নিউইয়র্কে। আইফা ২০১৭ উপলক্ষে সেখানে এখন চাঁদের হাট বসেছে। তবে সেখানে মঞ্চে সকলকে অবাক করে নিজের প্রাক্তন প্রেমিকা এবং সহকর্মী ক্যাটরিনা কাইফকে তাঁর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন ভাইজান। রবিবার ক্যাটের জন্মদিন। সেই উপলক্ষে আগের দিনই মঞ্চে উপস্থিত সলমন সবাইকে অবাক করে গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থ ডে টু ক্যাট...’ গানটি। তারপর একটি সুন্দর চুম্বন এঁকে দেন প্রাক্তন প্রেমিকার ঠোঁটে। সেই দৃশ্য দেখে কার্যত বাকরুদ্ধ গোটা বলিউড। সেসময় আইফা-র মঞ্চে উপস্থিত ছিলেন বরুণ, আলিয়া, সুশান্ত, কৃতি, শাহিদ, অনুপম খেরের মতো অভিনেতারা। এই অনুষ্ঠানটি হয়েছে শেরাটন টাইমস স্কোয়্যার হোটেলের মেট্রোপলিটন বলরুমে। সেখানে সলমন বলা শুরু করেন এই বলে যে, এই বছরের আইফা-র অনুষ্ঠানটি চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপর বলেন, আজকের দিনটি, (খুব সম্ভবত তারিখ ভুলে গিয়েছিলেন, তখন তাঁকে সাহায্য করেন অনুপম এবং বরুণ) সকলের মনে থেকে যাবে। সেই কৌতুকের জবাবে সলমন পাল্টা বলেন, তিনি শুধু একটি তারিখ মনে রাখেন, সেটি হল ক্যাটের জন্মদিন। আগামী ১৬ জুলাই অর্থাত্ রবিবার ৩৪-এ পা দেবেন ক্যাট। গান গেয়ে শুভেচ্ছা জানানোর পর উড়িয়ে দেন চুম্বন ক্যাটের উদ্দেশ্যে

দেখুন সেইমুহূর্তের ভিডিও এবং কিছু ছবি