নয়াদিল্লি: গতবছরের দুর্দান্ত সফল অনুষ্ঠানের এবারের 'আইফা' (IIFA) নিয়ে দর্শকের আশা আকাশছোঁয়া। '২০২৩ নেক্সা আইফা অ্যাওয়ার্ডস অ্যান্ড শোভা রিয়েলিটি আইফা রকস' (2023 NEXA IIFA Awards and Sobha Reality IIFA Rocks) অনুষ্ঠিত হবে আবু ধাবির (Abu Dhabi) ইয়াস আইল্যান্ডে (Yas Island), মে মাসের ২৬ ও ২৭ তারিখ। তিন দিন ধরে দর্শকে মোড়া 'এটিহাড় অ্যারেনা' (Etihad Arena) সাক্ষী থাকবে বলিউডের একাধিক তারকার দুর্দান্ত লাইভ পারফর্ম্যান্সের। এঁদের মধ্যে সলমন খান, বরুণ ধবন, কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংহ, নোরা ফতেহি অন্যতম। কোন তারকা করবেন এই দুর্দান্ত সন্ধ্যার সঞ্চালনা? কারা পাবেন বিশেষ পুরস্কার? জেনে নিন বিস্তারিত। 


আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে 'আইফা ২০২৩'


চলতি বছরের 'আইফা অ্যাওয়ার্ডস ২০২৩'-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। র‍্যাপার বাদশাহ্, লিরিসিস্ট কম্পোজার অমিত ত্রিবেদী, ইডিএম প্রোডিউসার নিউক্লেয়া, সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সুখবীর সিংহ 'আইফা রকস'-এর মঞ্চে মধ্যমণি হবেন, যে অনুষ্ঠানের সঞ্চালনা করবেন ফারহা খান ও রাজকুমার রাও। 


৯টি প্রযুক্তিগত পুরস্কার বিভাগের বিজয়ীদেরও নাম ঘোষণা করা হবে, এবং সঙ্গীত ও নৃত্য পরিবেশনার পাশাপাশি ১২টি জনপ্রিয় বিভাগে পুরস্কার দেওয়া হবে। এছাড়া আরও তিনটি বিশেষ পুরস্কারের নাম ঘোষণা করা হবে। 


'ভারতীয় সিনেমায় অসামান্য সাফল্য'-এর জন্য তারকা অভিনেতা কমল হাসানকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। অন্যদিকে, জনপ্রিয় তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজাকে 'আঞ্চলিক সিনেমায় অসামান্য সাফল্য'-এর জন্য সম্মানিত করা হবে। এছাড়া সেলিব্রিটি ডিজাইনার মণীশ মলহোত্রকে 'সিনেমায় ফ্যাশনে অসামান্য সাফল্য'-এর জন্য সম্মানিত করা হবে। 


৬৮ বছরের অভিনেতা কমল হাসান তাঁর কর্মজীবন শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে মাত্র ৬ বছর বয়সে, ১৯৬০ সালে তামিল ছবি 'কালাথুর কান্নাম্মা' দিয়ে। এই ছবির জন্য রাষ্ট্রপতির সোনার পদক পান তিনি। একজন স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয়ের জন্য তাঁর চারটি জাতীয় পুরস্কারের মধ্যে প্রথমটি জিতেছিলেন। এমন শিক্ষক যিনি নিজের রেট্রোগ্রেড অ্যামনেসিয়ার রোগী একজন তরুণীর প্রতি নিঃস্বার্থ ভালবাসা দেখান। এটি ১৯৮২ সালের তামিল ছবি, 'মুনড্রাম পিরাই'। এই ছবি তিন বছর পরে হিন্দিতে 'সদমা' নামে পুনর্নির্মিত হয়েছিল। তবে শুধু অভিনয়ই নয়, কমল হাসান একইসঙ্গে পরিচালক, চিত্রনাট্য রচয়িতা, নেপথ্য গায়ক, টিভি সঞ্চালক হিসেবে তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম ছবিতে তো বটেই, এমনকী হিন্দি ও বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করে চলেছেন। পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপক কমল হাসান ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম জীবন্ত কিংবদন্তি। 


অন্যদিকে রীতেশ দেশমুখ ২০০৩ সালে রোম্যান্টিক ড্রামা 'তুঝে মেরি কসম' ছবির হাত ধরে অভিনয় জগতে কেরিয়ার শুরু করেন। সেই ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল জেনেলিয়া ডিসুজাকে। এরপর একসঙ্গে তাঁরা 'মস্তি' ও 'তেরে নাল লভ হো গয়া'র মতো ছবি করেন। ২০১২ সালে ৩ ফেব্রুয়ারি বিয়ে সারেন। এর এক বছর পর রীতেশ নিজের প্রযোজনা সংস্থা 'মুম্বই ফিল্ম কোম্পানি' চালু করেন। এই সংস্থার প্রথম ছবি কমেডি ড্রামা ঘরানার 'বালক পালক' যা একাধিক পুরস্কার ও প্রশংসা পায়। এরপর ২০১৪ সালে মারাঠি ছবিতে আত্মপ্রকাশ করেন রীতেশ। সেই ছবির সহ-প্রযোজক ছিলেন জেনেলিয়া। ব্লকবাস্টার হিট হয় ছবিটি। এরপর থেকে একাধিক ছবিতে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে চলছে তাঁদের সাফল্যের গাড়ি। 


আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে


অন্যদিকে, ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র গত প্রায় ৩৩ বছর ধরে এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক অবিচ্ছেদ্য অংশ। রাম গোপাল বর্মার ১৯৯৫ সালের ছবি 'রঙ্গিলা' ছবিতে প্রথম মণীশের হাত ধরে আসে কস্টিউম স্টাইল করার ধারণা। সেই থেকে অব্যাহত এই ট্রেন্ড, অনস্ক্রিনের সঙ্গে অফস্ক্রিনেও। 


২০০৫ সালে মণীশ নিজের লেবেল 'মণীশ মলহোত্র' লঞ্চ করেন এবং বর্তমানে তাঁর মুম্বই, দিল্লি ও হায়দরাবাদে তিনটি ফ্ল্যাগশিপ স্টোর আছে। তাঁর প্রথম আন্তর্জাতিক বুটিক চালু হতে চলেছে দুবাই মলে, চলতি বছরেই। কেবল পোশাকই নয়, মণীশ নিজের প্রতিভা দেখিয়েছেন গয়না থেকে সাজের সরঞ্জামেও।