নয়াদিল্লি: কন্যাহারা তারকা সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা (Ilaiyaraaja)। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা ও ইলাইয়ারাজার মেয়ে ভবতারিণী (Bhavatharini demise)। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন শ্রীলঙ্কাতেই প্রয়াত হন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা (National Award Winner)। মৃত্যুর একদিন পর, সঙ্গীতশিল্পী ইলাইয়ারাজা, তাঁর এক্স হ্যান্ডলে মেয়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন। 


মেয়ের সঙ্গে ছবি পোস্ট ইলাইয়ারাজার, স্মৃতিচারণ...


একটি সাদাকালো ছবি। বাবা ও মেয়ের মজার মুহূর্ত। বাবার কানে লাগানো হেডফোন। পাশে ফ্রক পরে ছোট্ট কন্যা। মেয়েকে হাসিমুখে কিছু একটা দেখাচ্ছেন বাবা। পুরনো ছবি, সবটাই স্মৃতি। অসুস্থতার কাছে হার মানতে হয়েছে মেয়েকে। যে কোনও বাবার কাছেই সন্তান হারানোর শোক অপরিসীম। তেমনই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন মিউজিক ম্যাস্ট্রো ইলাইয়ারাজা। সদ্য প্রয়াত কন্যা ভবতারিণীর সঙ্গে এই পুরনো ছবি পোস্ট করে তামিলে লিখলেন, 'প্রিয় কন্যা...'। 


 






প্রসঙ্গত, ভবতারিণীর মরদেহ শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা হয় চেন্নাইয়ে, ইলাইয়ারাজার বাড়িতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের মতো একাধিক ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন গায়িকার অকাল প্রয়াণে। 


ইলাইয়ারাজার মেয়ে, ভবতারিণী, একজন নেপথ্য গায়িকা ছিলেন, সেই সঙ্গে সঙ্গীত পরিচালনার কাজও করেছেন। গত ৬ মাস ধরে, তাঁর লিভার ক্যান্সারের চিকিৎসা চলছিল। সম্প্রতি তাঁকে উন্নতমানের চিকিৎসার জন্য শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বলিউডেও কাজ করেছেন ভবতারিণী। হিন্দি ছবি 'মিত্র: মাই ফ্রেন্ড', 'ফির মিলেঙ্গে'র সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর দুই ভাইও সঙ্গীত পরিচালক।


আরও পড়ুন: 'Bonbibi' Teaser Out: সুন্দরবনের বাসিন্দাদের 'জোয়ার ভাটা'য় ভরা দুনিয়ার গল্প বলবে 'বনবিবি', প্রকাশ্যে টিজার


গায়িকা হিসেবে ভবতারিণী ডেবিউ করেন 'রাসাইয়া'র হাত ধরে। সেই থেকে নিজের বাবা ও দাদাদের জন্য একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া তিনি সঙ্গীত পরিচালক দেবা ও সিরপির জন্যও গান গেয়েছেন তিনি। ২০০২ সালে তিনি রেবতি পরিচালিত 'মিত্র: মাই ফ্রেন্ড' ছবির সঙ্গীত পরিচালনা করেন। তাঁর শেষ অ্যালবাম ছিল মালয়লি ছবি 'মায়ানাধি'র জন্য। তিনি তামিল ভাষায় অজস্র গান গেয়েছেন, তার মধ্যে 'কাধালুক্কু মারিয়াধাই', 'ভারতী', 'আজহাগি', 'ফ্রেন্ডস', 'পা', 'মনকথা', 'অনেগন' অন্যতম জনপ্রিয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।