কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই। এবার প্রকাশ্যে এল টিজার (Bonbibi Teaser Out Now)। রাজদীপ ঘোষের (Rajdeep Ghosh) 'বনবিবি' ছবির হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittrah)। সঙ্গে রয়েছেন একাধিক তারকা। শুক্রবার ঝলক মিলল ছবির, মুক্তি পেল টিজার।
প্রকাশ্যে 'বনবিবি' ছবির টিজার
সুন্দরবনের বাসিন্দাদের রোজের জীবিকা ও তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঝুঁকির প্রসঙ্গ উঠে আসবে এই ছবির গল্পে, তা টিজারেই স্পষ্ট। মধু সংগ্রহ বা মাছ। সুন্দরবনের জীবিকা মধ্যে এই দুইই প্রধান। কিন্তু এই দুই জীবিকার মানুষদেরই পদে পদে ছড়িয়ে রয়েছে বিপদ। এই অঞ্চলের মানুষের কাছে পুজিত হন নারীশক্তি, 'বনবিবি'। বাসিন্দারা বিশ্বাস করেন যে এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলে তিনি জেলে ও মৌয়ালদের সুরক্ষিত রাখেন। হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। সেই প্রচলিত লোককথাকেই সিনেমার পর্দায় তুলে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ। ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)।
বনবিবি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র। আগেই তাঁর লুক প্রকাশ্যে এসেছে। তাঁর চরিত্রের নাম রেশম। টিজারের শেষ দৃশ্যে দেখা মিলল 'বনবিবি' সোহিনী সরকারের। এই ছবিতে যে তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তা বলাই বাহুল্য। ছবিতে আরও একাধিক চরিত্রে দেখা যাবে আর্য দাশগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য, রণজয় প্রমুখকে। এদিন ছবির টিজার পোস্ট করে লেখা হয়, 'এটা এমন একটা দুনিয়ার গল্প যেখানে ভাটায় আটকে যায় জীবন, জোয়ারে তলিয়ে যায় স্বপ্ন আর নোনাজল চকচক করে রাংতার মত।'
'বনবিবি'-র গল্প ঠিক কেমন
ছবিতে পার্নো একজন বিধবা, থুড়ি ‘বাঘ-বিধবা’। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, বছর তিনেক আগে জীবিকার কারণেই বাইরে গিয়েছিলেন পার্নো ওরফে রেশমের স্বামী। আর ফেরেননি। শোনা যায়, তাঁর স্বামীকে বাঘে নিয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করেন রেশম। যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে আসে, তাঁদের সুন্দরবন ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখানোই তাঁর কাজ। গল্পে রেশমের জীবনে যেমন সংগ্রাম রয়েছে, তেমন রয়েছে প্রেমও। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে।
আরও পড়ুন: Vijay Sethupathi: রণবীর কপূর রাম, আর বিভীষণের ভূমিকায় বিজয় সেতুপতি !
বনবিবির যাত্রাপালায় বেশ কিছু গান ব্যবহার করা হত। ছবির মিউজিকেও তাই থাকছে চমক। 'বনবিবি'-র সুরের দায়িত্বে রয়েছেন সৌম্যদীপ শিকদার ও সপ্তক সানাই দাস। সৌম্যদীপ নিজে যেমন এই ছবিতে গান গেয়েছেন তেমনই সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ীর মতো শিল্পীদেরও গান থাকবে ছবিতে। এই ছবি বিশ্বজুড়ে চলতি বছরের ১ মার্চ মুক্তি পাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।