কলকাতা: সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ (Ileana D'Cruz)। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ইলিয়েনা জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। এরপরে প্রকাশ্যে এনেছিলেন, দ্বিতীয় সন্তান হওয়ার খবর। পুত্রসন্তানের মা হয়েছেন ইলিয়েনা। ২০২৩ সালে, মাইকেল ডোলানের সঙ্গে নতুন জীবন শুরু করেন ইলিয়েনা। তবে তা সকলের অলক্ষ্যেই। অনেকেই জানতেন না ইলিয়েনা বিবাহিত। সর্বপ্রথম প্রকাশ্যে এসেছিল, ইলিয়েনার সন্তান হওয়ার খবর। নিজেই নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন ইলিয়েনা। সেই থেকেই কটাক্ষের শিকার হয়েছিলেন ইলিয়েনা। প্রশ্ন তোলা হয়েছিল, ইলিয়েনার সন্তানের বাবা কে? তবে পরবর্তীতে প্রকাশ্যে আসে সবটাই।
আর সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ইলিয়েনা। জানিয়েছেন, আপাতত দুই সন্তানকে নিয়েই ব্যস্ত তিনি। এখনই তিনি বলিউডে ফেরার কোনও পরিকল্পনাই করছেন না। ইলিয়েনার ঝুলিতে রয়েছে 'বরফি'-র মতো হিট ছবি, কিন্তু সেই খ্যাতির মোহে না ছুটে, জীবনকে উপভোগ করতে চান ইলিয়েনা। তাঁর দুই সন্তান খুবই ছোট, সেই কারণে এখন তাঁদের সময় দিতে চান ইলিয়েনা।
২০২৩ সালে ইলিয়েনার কোল আলো করে আসে কোয়া ফিনিক্স ডোলান। তাকে ঘিরেই তখন ছিল ইলিয়েনা আর মাইকেলের জীবন। এরপরে, খুব তাড়াতাড়িই ইলিয়েনা জানান, তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। এরপরে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান। বর্তমানে ভারতে নয়, টেক্সাসে বসবাস করছেন ইলিয়েনা। তিনি কবে ফের বলিউডে অভিনয় করবেন, তা অভিনেত্রী নিজেই এখনও জানেন না। পরিবারকেই এখন সময় দিতে চান তিনি।
মাতৃত্ব প্রসঙ্গে ইলিয়েনা
মাতৃত্বের কথা বলতে গিয়ে ইলিয়েনা বলেছেন, তাঁর গর্ভাবস্থার পথ চলা সহজ ছিল না। অনেক সময় নিজেকে নিয়ে তাঁর নিজেই সন্দেহ হত, ভীষণভাবে দুর্বল হয়ে পড়তেন তিনি। কখনও কখনও তাঁর মনে হত, তিনি আদর্শ মা হতে পারবেন না। তিনি জানান, তিনি অনেকবার ভেঙে পড়েছিলেন, বারে বারে ভাবতেন, তিনি কী মা হওয়ার সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়েছেন? ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, মা হওয়া জীবনের স্বাভাবিক একটা অংশ।
ইলিয়ানাকে শেষবার 'দো অউর দো প্যায়ার দো'-তে দেখা গিয়েছিল। এই ছবিতে বিদ্যা বালন ও প্রতীক গাঁধী অভিনয় করেছিলেন। তবে বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি এই সিনেমা।